ফের হ্যাকদের কবলে Twitter, ফাঁস হল 200 মিলিয়ন ব্যবহারকারীর তথ্য

Updated on 06-Jan-2023
HIGHLIGHTS

ফের হ্যাক করা হল Twitter

200 মিলিয়ন টুইটার ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস করে দিয়েছে প্রতারকরা

ইজরায়েলি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ঘটনার ফলে ফিশিং লিংক এবং অন্যান্য প্রতারণার সংখ্যা বাড়বে

ফের প্রতারকদের কবলে Twitter। এই মাইক্রো ব্লগিং সাইটের 200 মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস করে দিয়েছে প্রতারকরা। হ্যাকাররা এই তথ্য Elon Musk-এর Twitter থেকে হাতিয়ে নিয়েছে। এরপর সেই তথ্য তারা একটি অনলাইন হ্যাকিং মঞ্চে ফাঁস করে দেয়। এর আগেও, মাত্র কিছু দিন আগেই 400 মিলিয়ন টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেমন ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর ইত্যাদি চুরি হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। যদিও কারা সেই তথ্য হাতিয়েছিল, কী উদ্দেশ্য ছিল তাদের সেটা জানা যায়নি। তাদের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। 

অ্যালন গেল, একটি ইজরায়েলি সাইবার নিরাপত্তা সংস্থা হাডসন রকের প্রতিষ্ঠাতা এই বিষয়ে লিংকডইনে লেখেন, এই তথ্য চুরির ঘটনা দুর্ভাগ্যবশত ভাবে আরও বেশি হ্যাকিং, ফিশিং, ডক্সিং, ইত্যাদির সমস্যা বাড়িয়ে দেবে। তিনি আরও জানান, এটা তাঁর দেখা অন্যতম বড় এবং উল্লেখযোগ্য তথ্য ফাঁস হওয়ার ঘটনা। রয়টার্সের তরফে তাঁর এই বক্তব্য সামনে আনা হয়েছে। 

যদিও এই বিষয়ে এখনও টুইটারের তরফে কিছুই জানানো হয়নি। এই তথ্য ফাঁস হওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর দুই সপ্তাহ কেটে গিয়েছে। তবুও Elon Musk বা তাঁর প্রতিষ্ঠানের কেউ এই বিষয়ে একটি কথাও জানাননি। গত 24 ডিসেম্বর গেল এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তাই মনে করা হচ্ছে গোটা ঘটনায় টুইটার একটি অস্বচ্ছতা বজায় রাখছে সবার সামনে। সবার সামনে এই বিষয়ে কিছুই বলতে চাইছে না তাঁরা। আর সেই কারণেই এই মাইক্রো ব্লগিং সাইটের তরফে কিছু জানানো হয়নি এখনও।

এই বিষয়ে টিরয় হান্ট, একটি ব্রিচ নোটিফিকেশন সাইট, হ্যাভ আই বিন পওন্ড এর প্রতিষ্ঠাতা গোটা বিষয়টা দেখে, বুঝে টুইটারে জানান, যা এখানে বলা হয়েছে সেটাই হয়েছে। এমনটাই রয়টার্সের তরফে জানানো হয়েছে। গত অক্টোবর মাসে, অর্থাৎ 2022 সালের অক্টোবরে 44 বিলিয়ন ডলার দিয়ে Elon Musk Twitter কিনে নেন। আর এরপর ঠিক সমস্ত বিজ্ঞাপন দাতাদের অনুরোধ করেন একসঙ্গে কাজ করার জন্য। Elon Musk জানিয়েছিলেন তিনি টুইটার কিনেছেন মানবসভ্যতার জন্য যা সবাইকে সাহায্য করবে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :