টুইটার অফিসিয়াল ম্যাক অ্যাপের সাপোর্ট উঠিয়ে নিয়েছে

টুইটার অফিসিয়াল ম্যাক অ্যাপের সাপোর্ট উঠিয়ে নিয়েছে
HIGHLIGHTS

মাইক্রো-ব্লগিং সাইট বলেছে যে টুইটার ফর ম্যাক সাপোর্ট 30 দিনের মধ্যে বন্ধ করা হবে, আর এর মানে এই যে ইউজার্সরা এবার এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হলে টুইডডেকের মতন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে

টুইটার জানিয়েছে যে তারা ডেক্সটপ ম্যাক অ্যাপ্লিকেশানের সঙ্গে নিজদের সাপোর্ট সরিয়ে নিচ্ছে আর তারা এটি ওয়েব আর অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছে। টুইটসাপোর্ট গত শুক্রবার মধ্য রাতে একটি টুইটারে বলা হয় যে , “ আমরা আরও ভাল ও বৃহৎ টুইটারের অভিজ্ঞতা দেওয়ার জন্য সমস্ত প্ল্যাটফর্মে দিতে চাই। আর তাই আজ টুইটার ফর ম্যাক অ্যাপটি ডাউনলোড করা যাবে না”। আজকের কিছু সেরা ফ্লিপকার্ট ফোন

মাইক্রো ব্লগিং সাইট বলেছে যে টুইটার ফর ম্যাক সাপোর্ট 30 দিনের মধ্যে বন্ধ করা হবে, আর এর মানে এই যে ইউজার্সরা এবার এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হলে টুইডডেকের মতন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে।

দ্যা বার্জের একটি রিপোরড়টে বলা হয়েছে যে, “টুইটারে আরও একবার ম্যাক অ্যাপের জন্য নিজদের পরিষেবা দিতে অসমর্থ হয়েছে। কোম্পানি ম্যাক অ্যাপে ‘মোমেন্টস’ ফিচার নিয়ে আসার ক্ষেত্রে অনেক বেশি সময় লাগিয়েছে, যা ম্যাক গ্রাহকদের জন্য 2015 সালের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল”। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo