ফের Cyber Attack Twitter -এ। জানা গিয়েছে টুইটার থেকে ফের 40 কোটি ব্যবহারকারীর তথ্য চুরি গিয়েছে। একটি রিপোর্টে জানানো হয়েছে হ্যাকাররা এত মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই তথ্য বিক্রিও শুরু হয়ে গিয়েছে ডার্ক ওয়েবে। Twitter থেকে আগেও তথ্য চুরি হয়েছে। ফের এমন ঘটনা ঘটনায় Elon Musk এর অস্বস্তি যেন একটু বাড়ল।
গত মাসেই, অর্থাৎ নভেম্বরেই জানা গিয়েছে যে Twitter থেকে বহু মানুষের তথ্য হ্যাক হয়ে গিয়েছে। তার মাসখানেকের মধ্যে আবার এমনটা হল। ফলে Elon Musk দায়িত্ব নেওয়ার পরেই এত কম সময়ে পর পর দুবার একই ঘটনা, তাও দ্বিতীয়বার এত বৃহদাকারে ঘটায় মার্কিন ধনকুবেরের উপর যে চাপ বেড়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। জানা গিয়েছে ব্যবহারকারীদের ইমেল আইডি থেকে ইউজার নেম, ফলোয়ার সংখ্যা, সহ ফোন নম্বর সব হ্যাক করে একটি হ্যাকিং গ্রুপে ফাঁস করে দেওয়া হয়েছে। আর এর মধ্যে আছে সরকারি সংস্থা এবং একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বের তথ্য।
একটি সম্পূর্ণ তালিকা তৈরি করা হয়েছে যে কাদের কাদের তথ্য চুরি গিয়েছে। সেখানে দেখা গিয়েছে সলমন খান থেকে সুন্দর পিচাই, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নাম, ইত্যাদি। ফলে বলি তারকা হোক বা গুগলের সিইও বাদ যাননি কেউই। কোন কোন কোন জনপ্রিয় Twitter ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য খোয়া গেছে সেটা জানা গিয়েছে। প্রকাশ করা হয়েছে তালিকা।
Space X, CBS Media, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, চার্লি পুথ, সুন্দর পিচাই, সলমন খান, NBA, শন মেন্ডেস, WHO- এর অ্যাকাউন্ট, ইত্যাদি আছে এই তালিকায়।
এই তথ্য হাতিয়ে নেওয়ার পর উল্টে হ্যাকারদের তরফেই বার্তা দেওয়া হয়েছে মাস্ককে। তারা বলেছেন যদি আপনাকে 54লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ার জন্য জরিমানা দিতে হয়, তাহলে 40 কোটি মানুষের তথ্য ফাঁস হওয়ার জন্য কত জরিমানা দিতে হবে! গত মাসে হ্যকরার 54 লাখ ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস করে দিয়েছিল। তবে এর একটা সমাধানও টুইটারকে দিয়েছেন তারা।
হ্যাকাররা বলেছে যদি Elon Musk এত ঝামেলায় না যেতে চান, যদি জরিমানা না দিতে চান তাহলে তাঁকে হ্যাকারদের সঙ্গে মধ্যস্থতায় আসতে হবে। তাদের থেকে এই তথ্য কিনে নিতে হবে। তারা বলেছে যদি মাস্ক তাদের থেকে তথ্য কিনে নেন তাহলে তারা এগুলো ডিলিট করে দেবে।