Twitter Blue Tick ফিচার আসতে না আসতেই নেই হয়ে গেল, কেন? উঠছে প্রশ্ন

Twitter Blue Tick ফিচার আসতে না আসতেই নেই হয়ে গেল, কেন? উঠছে প্রশ্ন
HIGHLIGHTS

টুইটারের ব্লু টিক কেনার সাবস্ক্রিপশন বন্ধ হল

কদিন আগেই এই ফিচার এনেছিল মাইক্রো ব্লগিং সাইট

টাকার বিনিময় আর মিলবে এই পরিষেবা

Twitter কিছুদিন আগেই ঘোষণা করেছিল যে এবার টাকা দিলেই কেন যাবে Blue Tick। তার জন্য এই মাইক্রো ব্লগিং সাইট ব্লু টিক সাবস্ক্রিপশন এনেছিল। কিন্তু এমন কথা ঘোষণার পর থেকেই সমস্যা দেখা গেল। ফিচার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে আনার পরেই সেটা বাতিল করে দেওয়া হল। Elon Musk, Tesla তথা বর্তমানের টুইটারের মালিক জানিয়েছিলেন এখন থেকে Blue Verification Tick Mark কেনা যাবে। প্রতি মাসে অবশ্য তার জন্য 8 ডলার খরচ করতে হবে। কিন্তু একি! ফিচার আনতে না আনতেই সেটা বন্ধ করে দেওয়া হল।

বহু টুইটার ব্যবহারকারী জানিয়েছেন যে নির্দিষ্ট মাসিক মূল্য দিয়ে ব্লু টিক সাবস্ক্রিপশনের নিয়ম আনা হয়েছিল প্রোফাইলে ব্লু টিক পাওয়ার জন্য সেটা নাকি আর দেখা যাচ্ছে না। টুইটার ব্লুয়ে নাকি আর সাইন আপ করতে দিচ্ছে না। কিছুদিন আগে নিয়ম এনে এবং প্রায় সঙ্গে সঙ্গে সেটা ফিরিয়ে নেওয়ার ফলে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

Twitter blue tick

তবে বর্তমানে এই নিয়ম কেবল Apple ব্যবহারকারীদের জন্য রয়েছে। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এখনও এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। সকলের জন্য ফিচার আনতে না আনতেই সমস্যা। কিন্তু কী হচ্ছে টুইটার ব্লুয়ে সাইন আপ করতে চাইলে? দ্যা ভার্জ একটি প্রতিবেদনে জানিয়েছে যে যখনই কেউ সাইন আপ করতে চাইছে তখন তাঁদের স্ক্রিন একটি পপ আপ ভেসে উঠছে। আর সেই পপ আপে লেখা থাকছে আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ। আপনার দেশেও টুইটার ব্লু জলদি উপলব্ধ হবে। কিছুক্ষণ পর আবার দেখুন।

Elon Musk জানিয়েছিলেন যে আগামী মাসের মধ্যেই ভারতে টুইটার ব্লু চালু হবে। তিনি এমন কথা 6 নভেম্বর ঘোষণা করেন। একই সঙ্গে জানিয়েছিলেন ভারতে টুইটার ব্লু সাবস্ক্রিপশন কেমন হবে সেটা এই দেশের কেনার ক্ষমতার উপর নির্ভর করে ঠিক করা হবে। সেখানে দাঁড়িয়ে আমেরিকার তুলনায় ভারতীয়দের বেশি অর্থ খরচ করতে হবে বলেই মনে করা হচ্ছে। ফলে এটা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo