আপনি সমস্ত হোয়াটসঅ্যাপ কন্টাক্টদের একসাথে Happy New Year 2025 মেসেজ পাঠাতে পারবেন
মেসেজিং অ্যাপ WhatsApp এর ব্রডকাস্ট লিস্টে ফিচারটি এই সময় আপনার কাজে আসতে পারে
এই ফিচারের সাহায্যে আপনি একটি মেসেজ একসাথে একাধিক মানুষকে পাঠাতে পারবেন
নতুন বছর 2025 আসতে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি। আপনার প্রিয়জনদের শুভেচ্ছা পাঠানোর জন্য একটি একটি চ্যাট খুলে মেসেজ করা একটি বড় টাস্ক। মেসেজিং অ্যাপ WhatsApp এর ব্রডকাস্ট লিস্টে ফিচারটি এই সময় আপনার কাজে আসতে পারে। এই ফিচারের সাহায্যে আপনি একটি মেসেজ একসাথে একাধিক মানুষকে পাঠাতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে সহজে আপনি সমস্ত হোয়াটসঅ্যাপ কন্টাক্টদের একসাথে Happy New Year 2025 মেসেজ পাঠাতে পারবেন।
ব্রডকাস্ট মেসেজ ফিচার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একদমই আলাদা। যেখানে সমস্ত ইউজাররা একে অপরের মেসেজ দেখতে পারবেন। তবে ব্রডকাস্ট লিস্ট তৈরি করতে হবে এবং যেখানে মেসেজ পাঠানোর বিক্লপ পাওয়া যাবে।
এবার এখানে আপনাকে Android ফোনে স্ক্রিনের উপরে তিনটি ডট দেওয়া। এখানে ট্যাপ করলে New Broadcast এর অপশন পাওয়া যাবে। তবে আইফোনে নিচের দিকে সেটিং আইকনে ট্যাপ করে ব্রডকাস্ট মেসেজ অপশন পাওয়া যাবে।
নিউ ব্রডকাস্ট অপশনে ক্লিক করে বা আইফোনে নিউ লিস্ট অপশনে ক্লিক করতে হবে।
এখন সেই সমস্ত কন্টাক্ট সিলেক্ট করে নিন যাদের আপনি ব্রডকাস্ট লিস্টে যোগ করতে চান এবং মেসেজ পাঠাতে চান।
সমস্ত কন্টাক্ট সিলেক্ট করার পর অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিনে দেখা সবুজ রঙের টিক মার্কে ক্লিক করতে হবে। এবার আপনার ব্রডকাস্ট লিস্ট তৈরি হয় গেছে।
ব্রডকাস্ট লিস্টে মেসেজ পাঠাবেন কীভাবে?
আপনার তৈরি করা ব্রডকাস্ট লিস্ট খুলতে হবে। এখানে আপনি সামান্য চ্যাট ইউন্ডোর মতো দেখতে পারবেন।
আপনার হ্যাপি নিউ ইয়ার 2025 মেসেজ লিখে পাঠান। এছা়ড়া আপনি শুভেচ্ছার সাথে ছবি, ইমোজি, জিফ বা স্টিকার পাঠাতে পারবেন।
মেসেজ লেখার পর শেষে সেন্ড বোতামটি ট্যাপ করতে হবে।
এবার আপনার মেসেজ ব্রডকাস্ট লিস্টে যোগ সমস্ত কন্টাক্ট এর কাছে চলে যাবে।
বলে দি যে ব্রডকাস্ট মেসেজ সেই ইউজারদের কাছে যাবে যারা আপনার কন্টাক্ট সেভ করে রেখেছে হবে। যদি তারা আপনার নম্বর সেভ করে না থাকে তবে আপনার মেসেজ তার কাছে যাবে না। এছাড়া যদি কেউ আপনাকে সেই মেসেজে রিপ্লাই করেন, তবে সেটি আপনার পার্সনাল চ্যাট বক্সে ডায়রেক্ট আসবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.