TIKTOK য়ের কোম্পানি BYTEDANCE লঞ্চ করল নতুন RESOO অ্যাপ
লঞ্চ হয়েছে নতুন মিউজক অ্যাপ রেসো
এটি বাইটডান্সের নতুন অ্যাপ
এটি কি গানার প্রতিযোগী হবে
কয়েক বছর আগে পর্যন্ত স্মার্টফোনে গান শুনতে গেলে সাধারনত ট্র্যাক ডাউনলোড করতে হত। যদিও পরে একাধিক মিউজক স্ট্রিমিং অ্যাপ আসায় বা ইউটিউবের মতন অ্যাপ থাক্যা ফোনে গান শোনার বিষয়টি সম্পূর্ণ নতুন মাত্রা পেল। JioSaavn, Gaana, Spotify, Apple Music,আর YouTube Music য়ের মতন পরিষেবা ভারতে আছে। আর এর মধ্যে Resso চিনের ইন্তারনেট কোম্পানি বাইটডান্সের একটি নতুন স্ট্রিমিং পরিষেবা এবার ভারতে এসেছে।
বাইটডান্সের একাধিক অ্যাপ এর মধ্যেই ভারতে জনপ্রিয়তা পেয়েছে আর এর মধ্যে Resso নতুন একটি অ্যাপ। তবে এই অ্যাপ যে ক্ষেত্রে এসেছে ভারতে এর মধ্যেই সে ক্ষেত্রে মানে মিউজিক স্ট্রিমিং পরিষেবার ক্ষেত্রে একাধিক অ্যাপ আছে।
এই অ্যাপে আপনারা একাধিক গানের অভিজ্ঞতা দেবে, আর এর মধ্যে কোম্পানি ইন্সটাগ্রাম, ফেসবুক, টুইটার আর হোয়াটসঅ্যাপের মতন অন্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেছে।
কোম্পানি অফিসিয়ালি বলেছে যে “জেন Z য়ের জন্য আমাদের এই অ্যাপ মূলত গানের আর সোশাল নেটওয়ার্ক দেওয়ার জন্য এসেছে।“ ভারতে এই অ্যাপটি গানার মতন অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করবে।