মূলত যৌনতার ওপর ভর হইহই করে চলে ডেটিং সাইটগুলো। এবার এল থ্রিসাম ডেটিং অ্যাপ থ্রিন্ডার (3nder)।
মূলত যৌনতার ওপর ভর হইহই করে চলে ডেটিং সাইটগুলো। এবার এল থ্রিসাম ডেটিং অ্যাপ থ্রিন্ডার (3nder)। থ্রিন্ডার হল যৌনতার এমন এক ঠিকানা যেখানে ব্যবহারকারী সম্মতি জানালে একসঙ্গে বিছানায় পাবেন একাধিক সঙ্গী। পর্ন-এর দৌলতে পুরুষ ও মহিলা দু’পক্ষই থ্রিসাম সেক্স সম্পর্কে যে বেশ আগ্রহী হয়ে উঠেছে। থ্রিসামের এখন খুব বাজার। বিজ্ঞাপনে, সিনেমা (এমনকি বলিউডেও) থ্রিসাম সম্পর্ককে নানাভাবে দেখানো হয়েছে। এবার সেই থ্রিসাম সম্পর্ককে ডেটিং সাইটে এনে বাজার মাতাচ্ছে থ্রিন্ডার।
যদিও আইনী জটিলতা থাকা, টিন্ডার স্বীকার করছে না থ্রিন্ডার আসলে তাদেরই অ্যাপ। টিন্ডারের দাবি, আসলে তাদের নাম ভাঙিয়ে এসব করছে ব্রিটেনের এক সংস্থা।
অ্যাপেল অ্যাপে থ্রিন্ডার গোটা বিশ্বজুড়ে দেড় লক্ষের বেশি সময় ধরে ডাউনলোড করা হয়েছে। ব্যবহারকারীরা মাসে ৩০ লক্ষ মেসেজ আদানপ্রান করেন এই অ্যাপের মাধ্যমে। থ্রিন্ডার-এর মানে হল থ্রি মানে তিন, বুলগেরিয়ান শব্দ এন্ডার মানে হল বন্ধু। তিন বন্ধুর সম্পর্কের যৌনতার এই অ্যাপ এখন বেশ জনপ্রিয়।