আজকাল ফোনে যে কেবল জরুরি অ্যাপ থাকে এমনটা নয়। কাজের অ্যাপ ছাড়াও অনেক সময়ই নানা ধরনের অ্যাপ অনেকেই ডাউনলোড করে নেন নিজের মর্জি মতো। সেই অ্যাপের তালিকায় কখনও থাকে গেমিং অ্যাপ তো কখনও থাকে ছবি এডিট করার অ্যাপ। কিন্তু আপনি হুটহাট এই ভাবে অ্যাপ ডাউনলোড করার আগে কখনও ভেবে দেখেছেন কি এই অ্যাপগুলো ম্যালওয়্যার মুক্ত কিনা? যদি ম্যালওয়্যার থাকে তাহলে বুঝতে পারছেন ঠিক কতটা ক্ষতি হতে পারে আপনার? ব্যক্তিগত তথ্য তো বটেই, ব্যাংকিং ডিটেলস পর্যন্ত হাতিয়ে নিতে পারে প্রতারকরা। আর শেষ পরিণাম? ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়া। তাই Google Play Store থেকে অ্যাপ ডাউনলোড করার আগে সতর্ক হন। রিভিউ পড়ুন। সম্প্রতি আবার একটি ক্ষতিকর অ্যাপের সন্ধান মিলেছে।
আপনি যদি এই অ্যাপ ইতিমধ্যেই ডাউনলোড করা থেকে থাকেন তাহলে দ্রুত সেটাকে ফোন থেকে ডিলিট করে দিন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে এই অ্যাপ। অত্যন্ত বিপজ্জনক এটি।
এটি একটি ক্ষতিকর এবং বিপজ্জনক অ্যাপ। আদতে এটি একটি ব্যাংকিং ট্রোজান। Google Play Store -এ এই ম্যালওয়্যার একাধিক অ্যাপের মধ্যে আছে। এটি একটি ড্রপার অপারেশনের মাধ্যমে ছড়িয়ে যায়। এই অপারেশনের নাম জিম ড্রপ। নানা উপায়ে ব্যবহারকারীদের তথ্য চুরি করে এই ম্যালওয়্যার। এটি মূলত একটি ক্লিনার অ্যাপ। অনেকেই এই ধরনের ক্লিনার অ্যাপ দিয়ে ফোনের মেমোরি খালি করেন। এই Xenomorph অ্যাপটি ইতিমধ্যেই 50 হাজারের বেশি বার ডাউনলোড হয়ে গিয়েছে।
এই Xenomorph ম্যালওয়ারটির লক্ষ্য নাকি 400 -এর বেশি ব্যাংকিং অ্যাপ। বাদ নেই ডিজিটাল ওয়ালেটও। ব্যবহারকারীর অনুমতি ছাড়াই নাকি এই ম্যালওয়্যার লেনদেন করতে পারে। এই সমস্ত তথ্য থ্রেটফ্যাব্রিকের রিপোর্টে জানা গিয়েছে। কাদের লক্ষ্য বানিয়েছে এই ম্যালওয়্যার? তুরস্কের বাসিন্দা সহ আমেরিকা এবং স্পেনের বাসিন্দাদের টার্গেট করেছে এক জেনোমর্ফ ম্যালওয়্যার। কিন্তু এখন যতই এই তিনটি দেশকে লক্ষ্য বানাক না কেন এই ম্যালওয়্যার, এর যে দ্রুত গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। ফলে আগামীতে কোনও অ্যাপ Play Store থেকে ডাউনলোড করার আগে সতর্ক হন!
1. পারমিশন: অ্যাপটি আপনার থেকে কোন কোন বিষয়ের পারমিশন চাইছে সেটা খেয়াল করুন। যদি এই অ্যাপ আপনার থেকে আপনার সমস্ত জরুরি তথ্য সহ কনট্যাক্ট, ইত্যাদির অনুমতি চায় তাহলে সেই অ্যাপ ডাউনলোড করবেন না।
2. রিভিউ: আগেই যেমনটা বলা হল, অ্যাপ ডাউনলোড করার আগে ভালো করে তার রেটিং এবং সমস্ত রিভিউ পড়ুন একদম খুঁটিয়ে। তারপর সেই অনুযায়ী আপনার সিদ্ধান্ত নিন।