Telegram এর কিছু দুর্দান্ত ফিচার যা WhatsApp-এ নেই, জানুন এক ক্লিকে

Updated on 07-Sep-2021
HIGHLIGHTS

গ্রুপ চ্যাট হোক কিংবা ইন্ডিভিজ্যুয়াল চ্যাট আজ অন্যান্য অ্যাপের মতনই এই অ্যাপেরও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা

Telegram অ্যাপে রয়েছে একাধিক নতুন ফিচার যা হয়তো আমাদের অনেকেরই অজানা এবং যা WhatsApp-এ

টেলিগ্রাম অ্যাপে রয়েছে বিশেষ চ্যাট ফোল্ডার বানানোর সুযোগ

টেলিগ্রাম (Telegram) অ্যাপ আজকের জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলির মধ্যে উল্লেখ যোগ্য। গ্রুপ চ্যাট হোক কিংবা ইন্ডিভিজ্যুয়াল চ্যাট আজ অন্যান্য অ্যাপের মতনই এই অ্যাপেরও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তবে এই অ্যাপ যেমন আজকাল বিভিন্ন ক্লাস বা কোর্সের মিডিয়াম হিসেবে ব্যবহৃত হয় তেমনি এই অ্যাপে রয়েছে একাধিক নতুন ফিচার যা হয়তো আমাদের অনেকেরই অজানা এবং যা WhatsApp-এ । আসুন দেখে নেওয়া যাক-

চ্যাট ফোল্ডার

টেলিগ্রাম অ্যাপে রয়েছে বিশেষ চ্যাট ফোল্ডার বানানোর সুযোগ। সেক্ষেত্রে আপনি যদি একাধিক চ্যানেলে যুক্ত হয়ে থাকেন, তবে আপনি আপনার দরকার মতো ফোল্ডার ক্রিয়েট করে সেগুলিকে আলাদা করে নিতে পারেন। প্রয়োজন মতন আপনি ফ্যামিলি চ্যাট বা ওয়ার্কচ্যাটকে সোয়াইপ করে ইউজ করতে পারেন। টেলিগ্রামের সেটিংস অপশনে একটি ফোল্ডার ফিচার রয়েছে  যা আপনার প্রয়োজনমতো ট্যাব গুলিকে আলাদা করতে সাহায্য করবে। আপনি  যখন একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন তখন আপনাকে অ্যাড চ্যাট করার অপশন দেওয়া হবে। আপনার ফোল্ডারের নাম যদি হোম হয় তবে আপনি ফ্যামিলি মেম্বারদের অ্যাড করতে পারেন। ঠিক এইভাবেই প্রয়োজনমতো ফোল্ডার ক্রিয়েট করে চ্যাট অ্যাড করতে হবে। যার ফলে দরকারি মেসেজ গুলি আপনি খুব সহজে খুঁজে পাবেন।

ভিডিও স্ক্রিন শেয়ারের ফিচার

টেলিগ্রাম অ্যাপে রয়েছে স্ক্রিন শেয়ারের সুবিধা।  তবে এটা কেবল গ্রুপ ভিডিও কলের ক্ষেত্রেই সম্ভব। গ্রুপ ভিডিও কল করলে একটি থ্রি ডট অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলে মিলবে স্ক্রিন শেয়ারের সুযোগ।শেয়ার স্ক্রিন করলে দেখা যাবে দুটি স্মল স্ক্রিন। একটিতে  দেখা যাবে ইউজারের মুখ এবং অন্যটিতে দেখা যাবে শেয়ার হওয়া অংশ। যে কোনো স্ক্রিনে ডবল ট্যাপ করলে দেখা মিলবে ফুল ভিউ স্ক্রিনের । একইভাবেই মিনিমাইজ করা যাবে স্ক্রিন।

ক্লাউড স্টোরেজ

হোয়াটসঅ্যাপের মতনই টেলিগ্রাম হল একটি ক্লাউড বেসড মেসেঞ্জার। সেক্ষেত্রে যে কোনো  ডিভাইস থেকেই অ্যাক্সেস করা যায় এই অ্যাপকে। টেলিগ্রামে রয়েছে সেভড মেসেজের অপশন যেখানে ইউজারেরা নিজেদের গুরুত্বপূর্ণ মেসেজ সেভ করে রাখতে পারেন। এই ফিচারকে নোটপ্যাড হিসেবেও ব্যবহার করা যায়। ইউজার চাইলে সেভড অপশন থেকে মেসেজ গুলিকে বের করে আনতে পারেন। এই সেভড অপশন দেখা যায় স্ক্রিনের মেনুর পাশে বাঁ দিকের ওপরে। 

শিডিউল মেসেজ

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রয়েছে মেসেজ শিডিউল করার ফিচার। আপনি চাইলে সেই মেসেজকে পড়ে এডিট করতে পারবেন। কোনো মেসেজ সেন্ড করার পর পরবর্তী দুইদিন পর্যন্ত এডিট করা যায়। টেলিগ্রামে মেসেজ শিডিউল করতে হলে প্রথমে মেসেজ টাইপ করে সেন্ড আইকনে লং প্রেস করতে হবে। এরফলে সামনে আসবে শিডিউল অপশন।  দরকার অনুযায়ী মেসেজ পাঠানোর সময় সিলেক্ট করে নিতে হবে।

আর্কাইভ চ্যাট

হোয়াটসঅ্যাপের মতন টেলিগ্রামেও রয়েছে আর্কাইভ চ্যাটের অপশন। সেক্ষেত্রে আপনাকে একবার মেইন লিস্ট নীচের দিকে টেনে নামাতে হবে। যার ফলে আর্কাইভ অপশন হাজির হবে। তেমনি মেইন লিস্ট ওপরের দিকে টেনে তুলে দিতে আর্কাইভ বক্সও সরে যাবে।

Connect On :