HIGHLIGHTS
আপনি যদি এখনও অব্দি তেজ অ্যাপের ব্যবহার না করে থাকেন আর এর রিকুয়েস্ট মানি ফিচারের বিষয়ে না জানেন তবে এই আর্টিকেলটি পড়ে দেখতে পারেন গুগলের একটি অনলাইন পেমেন্ট সার্ভিস হল তেজ আর এর মাধ্যমে খুব সহজেই কোন অ্যাকাউন্ট নম্বর আর IFSC কোড দিয়ে টাকা ট্র্যান্সফার করা সম্ভব। এই অ্যাপটির মাধ্যমে টাকা ট্র্যান্সফার করে ইউজার্সরা রিওয়ার্ড পান আর ইউজার্সরা এই অ্যাপে পাওয়া অফারের সুবিধাও পেতে পারবেন। আজকে স্মার্টফোন সহ এই ননটেক জিনিস গুলিও ফ্লিপকার্টে ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে
আপনি যদি এখনও অব্দি তেজ অ্যাপেটি ব্যবহার না করে থাকেন আর এর রিকোয়েস্ট মানি ফিচারের বিষয়ে না জানেন তবে এই আর্টিকালটি পড়তে পারেন। রিকুয়েস্ট মানির মাধ্যমে আপনি ফোনে সেভ থাকা নম্বরে রিকুয়েস্ট পাঠিয়ে টাকা নিতে পারবেন।
নিজের ফোনের তেজ অ্যাপটি খুলুন। যে ইউজারের থেকে আপনি টাকা নিতে চান তাঁকে বাছুন।
এবার রিকুয়েস্ট মানিতে ট্যাপ করুন।
আপনি যত টাকা চান তা লিখুন আর তার নীচে কারন লিখে রিকুয়েস্ট মানির ওপর ট্যাপ করুন।
Latest Article দিওয়ালি সেলে মাত্র 6499 টাকায় কিনুন Samsung এর দুটি সস্তা ফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে BSNL vs Jio: 28 দিনের ভ্যালিডিটি সহ কোন কোম্পানি দিচ্ছে কম দামে বেশি সুবিধা OnePlus 12 এর চেয়ে 6000 টাকা বেশি দামি হবে OnePlus 13, আজ লঞ্চের আগে জানুন কত হবে দাম Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, 200 টাকার কম দামে 28 দিন পর্যন্ত আনলিমিটডে কলিং সাথে ডেটা Google শীঘ্রই লঞ্চ করবে Pixel 9a, ফোনের দাম এবং স্পেসিফিকেশন ফাঁস, জানুন কী থাকবে বিশেষ Happy Kali Puja and Diwali wishes 2024 in Bengali: আলোর উৎসবে আলোকিত হোক সবাই, প্রিয়জনদের পাঠান শুভ দীপাবলির শুভেচ্ছা 120W ফাস্ট চার্জিং এবং Snapdragon 8 Elite প্রসেসর সহ iQOO 13 লঞ্চ, জানুন দাম কত BSNL এর ঝড়ে উরে যাবে Jio, Airtel, Vodafone, 400 টাকার কম খরচে 150 দিনের ভ্যালিডিটি 50MP ক্যামেরা সহ Samsung Galaxy 5G ফোনে 9000 টাকার বেশি ছাড়, জানুন নতুন দাম কত কত দামে আসবে Realme GT 7 Pro ফোন, লঞ্চের আগে দাম এবং ফিচার ফাঁস