2023 সাল পড়ত না পড়তেই একগুচ্ছ নতুন ফিচার নিয়ে হাজির হয়ে গিয়েছে Telegram। ব্যবহারকারীদের আরও উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য এই ফিচারগুলো হাজির হল এই অ্যাপে। এখন থেকে ব্যবহারকারীরা ফটো লুকিয়ে পাঠাতে পারবেন, প্রোফাইল ফটো নিয়ে সাজেশন দিতে পারবেন, গ্রুপের সদস্যদের আড়াল করতে পারবেন। ফলে বুঝতেই পারছেন এই প্রতিটা ফিচারই বেশ নতুন ধরনের।
এখন থেকে টেলিগ্রামে লুকিয়ে ছবি পাঠানো যাবে। শুধু ছবি না যে কোনও ধরনের মিডিয়া ফাইল, সে ছবি হোক বা ভিডিও। এটার সাহায্যে ডিসপ্লেটা ব্লার হয়ে যাবে। ফলে যাঁকে ছবি বা ভিডিও পাঠানো হচ্ছে তিনি যতক্ষণ না সেটাকে ক্লিক করছেন তিনি ততক্ষণ সেই ছবি বা ভিডিও দেখতে পাবেন না। এই ভাবে মিডিয়া ফাইল পাঠাতে চাইলে আপনাকে আগে অ্যাটাচমেন্ট মেনুতে যেতে হবে, সেখানে গিয়ে একটা বা তার বেশি আইটেম বেছে নিতে হবে। এবার আবার ট্যাপ করে মেনুতে যেতে হবে সেখান থেকে হাইড উইথ স্পয়লার অপশন সিলেক্ট করে মিডিয়া ফাইল পাঠাতে হবে।
এখন টেলিগ্রামে স্টোরেজ সেভার অপশন পাওয়া যাচ্ছে। এটার সাহায্য ব্যবহারকারীরা তাঁদের ফোনের স্টোরেজ থেকে যে কোনও ছবি, ভিডিও, ডকুমেন্ট ডিলিট করে দিতে পারেন। এবং পরে প্রয়োজন হলে সেটাকে টেলিগ্রাম ক্লাউড থেকে ফের ডাউনলোড করে নিতে পারেন। এই নতুন আপডেট অনুযায়ী টেলিগ্রাম ব্যবহারকারীরা আলাদা অটো রিমুভ সেটিং অ্যাড করতে পারেন ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট থেকে ক্যাশে মিডিয়া ডিলিট করার জন্য।
আপনি যদি গ্রুপ অ্যাডমিন হন, আর আপনার গ্রুপে যদি 100জনের বেশি সদস্য থেকে থাকে তাহলে আপনি মেম্বার লিস্ট হাইড করতে পারবেন। এটার ফলে অনেকেই গ্রুপে এমন থাকেন যাঁরা কোনও মেসেজ করে না। তো তখন তাঁদের উপস্থিতি কেবল অ্যাডমিনরাই জানবেন। এছাড়া এটার সঙ্গে অতিরিক্ত কিছু ইমোজি যোগ করা হয়েছে।
এখন থেকে ব্যবহারকারীরা একটি করে পাই চার্ট দেখতে পাবেন, যার সাহায্যে বুঝতে পারবেন কোন জিনিসটা বেশি স্পেস নিচ্ছে এই অ্যাপে, মিডিয়া, গান, চ্যাট, ডকুমেন্ট না কী। কনট্যাক্টদের জন্য একটি ছবি বাছার অপশন দেবে টেলিগ্রাম যা কেবল আপনিই দেখতে পারবেন। আপনার কাছে যদি কারও জন্য কোনও ভালো প্রোফাইল পিকচার থেকে থাকে আপনি তবে সেটা সাজেস্ট করতে পারেন। আপনার বন্ধুর সাজেস্ট করা ছবি প্রোফাইল পিকচার বানাতে চাইলে কেবল কিছু সহজ ধাপ মেনে চলতে হবে স্ক্রিনে যা যা বলা থাকবে সেই অনুযায়ী।