আমরা এখানে এই আর্টিকালে তেজ অ্যাপের অফার চেক করার আর নিজের রিওয়ার্ডের ব্যাপারটি চেক করার উপ্যা বলছি
এই সময় অনেক ধরনের পেমেন্ট অ্যাপ আছে কিন্তু আমরা গুগলের তেজ অ্যাপের কথা বলছি এটি অন্যান্য অ্যাপের তুলনায় একটু আলাদা। এই অ্যাপের মাধ্যমে কেউ পেমেন্ট করলে আপনাকে তেজ অ্যাপে টাকা রাখতে হবেনা। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে সোজা পেমেন্ট করতে পারবেন। ফ্লিপকার্টে শুরু হল অ্যাপেল ডেজ
গুগলের তেজ অ্যাপে আপনি মাঝে মাঝেই কিছু না কিছু অফার্স পাবেন। এই অফার চেক করে আপনি এর সুবিধা নিতে পারবেন। আমরা এই আর্টিকেলে তেজ অ্যাপের অফার চেক করার আর আপনি যে রিওয়ার্ড পেয়েছেন তা চেক করার উপায় বলব।
নিজের ফোনে তেজ অ্যাপটি খুলুন।
স্ক্রিনের নীচের থাকা অফার্সের ওপর ট্যাপ করুন।
এখানে আপনি সোয়াইপ করে আপনি কোন অফার পেয়েছেন তা জানতে পারবেন।
রিওয়ার্ডস চেক করার জন্য স্ক্রিনের নীচে থাকা রিওয়ার্ড অপশানে ট্যাপ করুন।
আর এবার আপনি এখানে থাকা কুপন স্ক্র্যাচ করে রিওয়ার্ড চেক করতে পারবেন।