ফুড ডেলিভারি অ্যাপ ‘Waayu’ লঞ্চ Suneil Shetty-র, দাবি Swiggy-Zomato-এর থেকে সস্তায় মিলবে খাবার
নতুন ফুড ডেলিভারি অ্যাপ লঞ্চ করলেন সুনীল শেট্টি
এই নতুন ফুড ডেলিভারি অ্যাপের নাম বায়ু
বায়ুর তরফে রেস্তোরাঁগুলোকে জিরো কমিশন প্ল্যাটফর্ম অফার করা হবে
মুম্বইয়ের হোটেলগুলোর তরফে একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে আসা হল খাবার ডেলিভারি করার জন্য। এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে বায়ু (Waayu)। জানানো হয়েছে এই অ্যাপে অন্যান্য ফুড ডেলিভারি অ্যাপের তুলনায় 15-20% সস্তায় খাবার পাওয়া যাবে।
বর্তমান সময়ে বাজারে যে ফুড ডেলিভারি অ্যাপগুলো আছে সেগুলো নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। প্রথমত বলা হচ্ছে এই অ্যাপগুলো নাকি অনেক বেশি দাম নেওয়া হচ্ছে। একই সঙ্গে হাই কমিশন, ভুলভাল রেটিং, রিভিউ, ইত্যাদির অভিযোগ উঠেছে।
বায়ু হচ্ছে HORECA -এর একটি প্রোডাক্ট যা তৈরি করেছেন অনিরুদ্ধ কোটগিরে এবং মন্দার ল্যান্ডে। এই প্ল্যাটফর্মকে সাহায্য করছে মুম্বই ভিত্তিক ইন্ডিয়ান হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অথবা AHAR এবং অন্যান্য ইন্ডাস্ট্রি। এটি একটি সফটওয়্যার যা এই পরিষেবা দেবে।
মুম্বইয়ের 1000-টির বেশি রেস্তোরাঁ থেকে খাবার পৌঁছে দেবে গ্রাহকদের কাছে এর মধ্যে আছে বানানা লিফ, শিব সাগর, কীর্তি মহল, পার্সিয়ান দরবার, লারু সম্রাট, ভগৎ তারাচাঁদ, ইত্যাদি।
রিপোর্টে জানানো হয়েছে বায়ু কোনও রেস্তোরাঁ থেকে কোনও কমিশন নেবে না। এটার ফলে অনেক সস্তায় খাবার পাবেন গ্রাহকরা। একই সঙ্গে সময়ের মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবারের গুণগত মান ঠিক রেখে খাবার পৌঁছে দেবে এই অ্যাপ। এই অ্যাপের লক্ষ্য এতদিন বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপের সম্পর্কে যে অভিযোগ উঠেছে যে বেশি দাম, দেরি করে খাবার পৌঁছানো, খারাপ মানের খাবার, ইত্যাদির সেগুলো দূর করা হবে।
এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সুনীল শেট্টি (Suneil Shetty)। কী করে এই অ্যাপ ব্যবহার করবেন দেখুন।
বায়ু অ্যাপ ব্যবহারের পদ্ধতি:
এই অ্যাপের দুটি ভার্সন আছে, একটি হল ডেলিভারি এক্সিকিউটিভদের জন্য বায়ু ডেলিভারি পার্টনার এবং গ্রাহকদের জন্য বায়ু। গ্রাহক হিসেবে এটা কীভাবে ব্যবহার করবেন।
Google Play Store থেকে বায়ু অ্যাপ ডাউনলোড করুন।
এবার আপনার মেইল আইডি বা ফোন নম্বর দিয়ে লগইন করুন।
এবার আপনার লোকেশন দিন বা আপনার ফোনের GPS অন করুন।
রেস্তোরাঁ বাছুন, মেনু দেখুন। আপনি এখানে কোন ধরনের কী খাবার খেতে চান বা রেটিং কিংবা দাম দিয়ে ফিল্টার করতে পারবেন।
এবার যা যা খেতে চান সেগুলো সিলেক্ট করুন এবং আপনার কার্টে যোগ করুন।
আপনার অর্ডার রিভিউ করে অর্ডার দিন। আপনি অনলাইন বা ক্যাশ যে কোনও মাধ্যমে টাকা দিতে পারবেন। কোনও কুপন কোড পেলে সেটাও অ্যাপ্লাই করতে পারবেন এখানে।
এবার আপনি আপনার অর্ডার কনফার্ম করে দিন। অপেক্ষা করুন রেস্তোরাঁর তরফে কনফার্মেশন আসার। এসে গেলে আপনার খাবার কতদূর ট্র্যাক করুন।
বাড়িতে খাবার ডেলিভারি দিয়ে গেলে সেটা গ্রহণ করুন এবং আপনার পছন্দের খাবার খান।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile