এই সহজ স্টেপ গুলি ফলো করে আমরা জেন্ডারে নিজেদের প্রোফাইল সেট করতে পারববেন
যদি আপনি সম্প্রতি জেন্ডার অ্যাপটি ইন্সটল করে থাকেন তবে এই আর্টিকেলটি পড়ে আপনি আপনার প্রোফাইল সেট করতে পারবেন। জেন্ডার এমন একটি অ্যাপ যা দিয়ে সহজেই ফাইল শেয়ার করা যায়, এতে ফটো, মিউজিক ভিডিও আর অন্যান্য ফাইলও খুব দ্রুততার সঙ্গে ইন্টারনেট ছাড়াই শেয়ার করা যায়। এই অ্যাপটি ব্লুটূথের থেকে অঙ্কে তাড়াতাড়ি কাজ করে। এসে গেল আজকের ফ্লিপকার্টের সেরা কিছু স্মার্টফোন
এই আর্টিকেলটি পড়ে জেন্ডার অ্যাপে নিজের প্রোফাইল সেট করা সহজ হবে। নিজের প্রোফাইল কে নতুন নাম আর প্রোফাইল পিকচার দিলে নিজেদের বন্ধুদের সঙ্গে সহজেই কানেক্ট করা যাবে। আর ফাইল ট্র্যান্সফার করার জন্য বেশি খোঁজা খুঁজি করতে হবে না। এই সহজ স্টেপ গুলি ফলো করে আমরা জেন্ডার অ্যাপে নিজেদের পফোফাইল সেট করতে পারব।
নিজের ফোনে জেন্ডার অ্যাপ খুলুন।
স্ক্রিনের ওপরে বাঁদিকে থাকা প্রোফাইল আইকনের ওপর যান।
স্ক্রিনে টপে থাকা অ্যারোতে ক্লিক করুন।
এবার আপনি আপনার প্রোফাইলে নতুন নাম দিতে পারবেন। আর অ্যালবামে গিয়ে নিজের প্রোফাইলের জন্য পছন্দ মতন ছবি দিন।