স্যামসং পে সবার আগে নর্থ কোরিয়ায় 2015 সালে লঞ্চ করা হয়েছিল
নিজেদের পে সার্ভিসে আরো উত্সাহ দিতে স্যামসং ভিসার সঙ্গে পার্টনারশিপ করেছে. এবার স্যামসং এ ইউজার্সরা এবার সেই ভিসা সার্ভিসের ব্যবহারও করতে পারবেন যার জন্য ভিসা চেক আউট সার্ভিস দরকার. বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার
ভিসার সঙ্গে স্যামসং এর পার্টনারশিপের পরে পৃথিবী জুড়ে ইউজার্সদের মধ্যে এবার স্যামসং পে সার্ভিসের ব্যবহার বেড়ে যাবে. স্যামসং পের ব্যবহার করে ইউজার্সদের Visa Checkout/ Samsung Pay তে ক্লিক করতে হবে.
এর পরে পেমেন্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সার টাচ করতে হবে. এর পরে ইউজার্সদের পেমেন্টর প্রক্রিয়া পুরো হবে. পেমেন্টের জন্য ইউজার্সদের বারবার ইউজার্সনেম আর পাসওয়ার্ড দিতে হবেনা. এই সার্ভিসের মাধ্যমে অনলাইন পেমেন্ট প্রক্রিয়া ইউজার্সদের জন্য আগের থেকে সহজ হয়ে যাবে.
এর আগে ইউজার্সদের অনলাইন পে’র সময় বারবার নিজেদের কার্ড ও অন্যান্য ডিটেলস দিতে হত. এই সার্ভিসের ফলে শুধু একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এর মাধ্যমে আপনি সহজেই আপনার পেমেন্ট প্রক্রিয়া সম্পুর্ন করতে পারবেন.
স্যামসং পে সবার আগে নর্থ কোরিয়ায় 2015 সালে লঞ্চ করা হয়েছিল. এর পরে স্যামসং অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিন আর রাশিয়ায় এই সার্ভিস লঞ্চ করে. এখন সম্প্রতি এই সার্ভিস ভারতেও লঞ্চ করা হয়েছে.