RELIANCE JIO খুব তাড়াতাড়ি WECHAT য়ের মতন ‘সুপার অ্যাপ’ আনতে পারে

Updated on 01-May-2019
HIGHLIGHTS

জিও নতুন ‘সুপার অ্যাপ’ আনবে

এই অ্যাপে বেশ কিছু পরিষেবা পাওয়া যাবে

নতুন মোবাইল ফোন ইউজাররা এর টার্গেট ইউজার

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনলাইন টু অফলাইন (O2O) রিটেল প্ল্যানে কাজ করছে আর এর মধ্যে একটি অ্যাপ 100 পরিষেবা দেওয়ার বিষয়ও আছে। রিলায়েন্স একে “সুপার অ্যাপ” লঞ্চ করার তোড়জোড় ক্রচেহ আর এতে ইউজাররা অনেক পরিষেবা পাবেন আর অর্ডার করতে পারেন আর এই অ্যাপে পেমেন্ট পরিষেবার সাহায্যে বিল পেমেন্ট ও করা যাবে।

কোম্পানির এক হাইব্রিড ইকোসিস্টেম বানাচ্ছে যেখানে গ্রাহক অনলি আর অফলাইন কেনাকাটা করতে পারবেন। কোম্পানি 300 মিলিয়ানের বেশি নতুন মোবাইল ফোন ইউজার বানানোর কাজ করছেন।

রিপোর্ট অনুসারে Super App জিও ইউজারের সব ডিজিটাল কমার্স রিকোওয়ারমেন্ট কমপ্লিট করবে।

আর এমনও হতে পারে যে RIL ভারতে তা করতে চায় যা চিনে Whchat করেছে। তবে ভারতে এর আকেও বেশ কিছু মারক্টপ্লে আর ওয়ালেট WeChat মডেল অনুসরন করেছে আর এখনও তা তেমন সাফল্য পায়নি।

ভারতে স্ন্যাপডিল বা ফ্লিপকার্ট, বা পেটিএম আর হাইক সবাই WeChat য়ের মতন হওয়ার চেষ্টা করেছে তবে এখনও সফল না হওয়ায় তাদের এই জিনিস ছারতে হয়েছে। আশা করা যায় যে রিলায়েন্স জিও Wechat য়ের মতন হয়ত ভারতে হতে পারবে।

কোম্পানির কাছে সব প্রোডাক্ট, চেন, টেক টিম, ইন্টারনেট ইউজার বেস আর লজিস্টিক ক্ষমতা আছে যা ব্যাক আপ প্ল্যান হিসাবে ব্যাবহার করা যায়।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :