Reliance Jio হোয়াটসঅ্যাপকে প্রতিযোগিতায় ফেলবে! এল নতুন গ্রুপ কলিং অ্যাপ

Reliance Jio হোয়াটসঅ্যাপকে প্রতিযোগিতায় ফেলবে! এল নতুন গ্রুপ কলিং অ্যাপ
HIGHLIGHTS

Reliance Jio র নতুন গ্রুপ ভয়েস কলিং অ্যাপ JioGroup Talk লঞ্চ হয়ে গেছে আর এটি হোয়াটসঅ্যাপের প্রতিযোগী হবে

Reliance Jio শুধু একটি টেলিকম প্লেয়ার নয় বরং নিজের ইউজারদের মিউজিক সেগমেন্টেও তাদের সেকশান বানিয়ে Saavan দিয়েছে। আর এবার কোম্পানি তাদের একটি নতুন গ্রুপ ভয়েস কলিং অ্যাপ নিয়ে এসেছে যার নাম  JioGroup Talk দেওয়া হয়েছে, এটি অ্যান্ড্রয়েড আর iOS ইউজার্সদের জন্য আনা হয়েছে।

প্লেস্টোর অ্যাপে দাবি করা হয়েছে যে এক সময়ে 10 জনের সঙ্গে কনফারেন্স কল করা যাবে। আর এই অ্যাপ ব্যাবহার করার জন্য জিওর নম্বর থাকা আবশ্যকহবে। আর এই ফিচার দেখে মনে হচ্ছে যে  JioGroup Talk হোয়াটসঅ্যাপের সঙ্গে সরাসরি টক্কর দেবে।

WhatsApp য়ের তুলনায়  JioGroup Talk এখন শুধু ভয়েস কল সাপোর্ট করবে আর আপনারা তা দুটি অ্যাপে করতে পারবেন। আর আপনাদের কন্ট্যাক্টের ব্যাক্তিদের অ্যাড করে একটি গ্রুপ বানান আর কল করতে পারবেন আর একে একে মাল্টিপেল ইউজার্সদের বেছে কনফারেন্স কল শুরু করতে পারবেন।

অ্যাপে আপনি আপনার ফোন থেকে ক্যামেরা পারমিশান চাইলে তা দিতে হবে আর সেখান থেকে অ্যাপ বুঝবে যে এবার ভিডিও কল করা যাবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo