পেটিএম ভারতে লঞ্চ করল পেটিএম ব্যাঙ্ক
এছাড়া ভারতে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আর ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আছে
পেটিএম ভারতে তাদের পেটিএম ব্যাঙ্ক লঞ্চ করে দিয়েছে। এর পরে পেটিএম থেকে অনলাইন ট্রাঞ্জাঙ্কশনের জন্য কোন কর নেওয়া হবেনা। এছাড়া এতে কোন মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা নেই।
এছাড়া এতে ইউজার্সদের জন্য একটি ভার্চুয়াল ডেবিট কার্ডও থাকবে। এছাড়া ভারতে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আর ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আছে। পেটিএম ব্যাঙ্কের মাধ্যমে ইউজার্সরা বছরে 4 শতাংশ ইন্টারেস্ট পাবে।
আরও দেখুনঃ Samsung Galaxy Wide 2 লঞ্চ হল
আপনাদের বলেদি যে পেটিএম একটি অনালাইন পেমেন্ট সার্ভিসের কোম্পানি। গত বছর পুরনো 500 আর 1,000 এর নোট বন্ধ হওয়ার প্র থেকে পেটিএমের ব্যবহার অনেক বেড়ে গেছে।
সেই সময় সরকার ক্যাশলেস পেমেনন্টে জোর দিয়েছিল। গত বছর নভেম্বরের পর থেকে পেটিএমে ক্যাশলেস পেমেন্টের জন্য বহু সংখ্যক মানুষ যুক্ত হয়েছিল। এই সময় পেটিএমের কাছে 218 মিলিয়ান ওয়ালেট ইউজার্স আছে।
আরও দেখুনঃ Samsung নিয়ে আসবে বিশ্বের প্রথম OLED ডিসপ্লে
আরও দেখুনঃ Xiaomi Redmi Pro 2 কোম্পানির ওয়েবসাইটে লিস্টেড হল