পেটিএম 23 মে থেকে শুরু করবে তাদের ব্যাঙ্ক অপশন

পেটিএম 23 মে থেকে শুরু করবে তাদের ব্যাঙ্ক অপশন
HIGHLIGHTS

পেটিএম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই বিষয়ে অনুমতি পেয়ে গেছে

এবার পেটিএম তাদের ব্যাঙ্ক অপশন শুরু করার জন্য তৈরি. কোম্পানি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই বিষয়ে অনুমতি পেয়ে গেছে. এবার 23 মে 2017 থেকে পেটিএম তাদের এই পরিষেবা শুরু করে দেবে.

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে এই সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি পেয়ে গেছে কোম্পানি.  কোম্পানি পাবলিক নোটিশের মাধ্যমে এই কথা জানিয়েছে. আপনাদের বলে রাখি যে কোম্পানি 2015 সালে তাদের এই পরিষেবা শুরু করবে বলেছিল.

আরো দেখুন: BSNL তাদের এই স্কিমে 3 দিনের জন্য আনলিমিটেড ডাটা দিচ্ছে

আপনাদের মনে করিয়ে দি যে, পেটিএম একটি অনলাইন পেমেন্ট প্রভাইডার কোম্পানি. গত বছর নভেম্বরের পুরনো 500 আর 1000 টাকার নোট বন্ধ হওয়ার পর থেকে পেটিএমের সঙ্গে বিপুল সংখ্যায় মানুষ যুক্ত হয়েছে.

এই মুহুর্তে সরকার ক্যাশলেস পেমেন্টের ওপর বেশি করে জোর দিচ্ছে. আর সে জন্য পেটিএমের মতন সার্ভিসের জনপ্রিয়তা প্রতিদিন বাড়ছে. এই মুহুর্তে পেটিএমের সঙ্গে প্রায় 218 মিলিয়ন ওয়ালেট ইউজার্স আছে পেটিএমের এই নতুন পরিষেবার ফলে আরো বেশি সংখ্যক মানুষ তাদের সঙ্গে যুক্ত হবে বলে অনুমান করা হচ্ছে.

আরো দেখুন: Airtel ব্রডব্যান্ড প্ল্যানে 100% বেশি ডাটা দিচ্ছে

সোর্স:

Digit.in
Logo
Digit.in
Logo