গুগল প্লে স্টোরে কয়েক ঘণ্টার মধ্যেই ফিরে এল Paytm

Updated on 19-Sep-2020
HIGHLIGHTS

Paytm আবার ফিরে এল গুগল প্লে স্টোরে

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Google Play Store থেকে আবার ডাউনলোড করতে পারবেন

নীতি লঙ্ঘনের অভিযোগে গুগল প্লে স্টোর থেকে কিছুক্ষনের জন্য সরিয়ে দেওয়া হয়েছিল PayTM অ্যাপটি

অবশেষে Paytm আবার ফিরে এল গুগল প্লে স্টোরে (Google Play Store)। এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে-স্টোরে গিয়ে আবার থেকে ডাউনলোড করতে পারবেন। শুক্রবার নীতি লঙ্ঘনের অভিযোগে গুগল প্লে স্টোর থেকে কিছুক্ষনের জন্য সরিয়ে দেওয়া হয়েছিল PayTM অ্যাপটি। এর পরেই ব্যবহারকারীদের মধ্য়ে শুরু হয়ে যায় নানা জল্পনা ও আতঙ্ক। তবে PayTM থেকে জনানো হয়ে যে তার শীঘ্রই ফিরে আসবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, ”অ্য়াপ রিস্টোর করতে গুগলের সঙ্গের কাজ চালাচ্ছি। আমাদের সকল গ্রাহকদের নিশ্চিত করতে চাই যে তাঁধের ব্য়ালান্স এবং সংযুক্ত অ্য়াকাউন্ট ১০০ শতাংশ সুরক্ষিত রয়েছে। আমাদের পরিষেবা পুরোদমে চলছে। আপনারা আগের মতোই পেটিএম ব্য়বহার করতে পারবেন”।

https://twitter.com/Paytm/status/1306885530697830400?ref_src=twsrc%5Etfw

গ্য়াম্বলিং সংক্রান্ত নীতি লঙ্ঘনের অভিযোগে শুক্রবার PayTM অ্যাপটিকে ব্যান করেছিল গুগল। তবে রাতের মধ্য়েই ফিরে আসে গুগল প্লে স্টোরে PayTM অ্যাপ। টুইটারে পেটিঅএমের তরফে জানানো হয়, ”এবং আমরা ফিরলাম”।

https://twitter.com/Paytm/status/1306950821217816576?ref_src=twsrc%5Etfw

তবে এখনও পর্যন্ত গুগল প্লে স্টোরে Payt, First Games ফিরে আসেনি বলে জানা গিয়েছে। যদিও Paytm এর অন্যান্য অ্যাপ Paytm For Business, Paytm Money, Paytm Mall গুগল প্লে স্টোরে উপস্থিত ছিল। এছাড়া অ্যাপল-এর App Store থেকেও পেটিএম অ্যাপ ডাউনলোড করা যাচ্ছিল।

Connect On :