Paytm-এর সাহায্যেই এবার কাটা যাবে ট্রেনের টিকিট, জানা গন্তব্যের দূরত্ব, PNR নম্বর! কীভাবে? দেখুন

Paytm-এর সাহায্যেই এবার কাটা যাবে ট্রেনের টিকিট, জানা গন্তব্যের দূরত্ব, PNR নম্বর! কীভাবে? দেখুন
HIGHLIGHTS

Paytm -এর মাধ্যমেই এখন কাটা যাবে ট্রেনের টিকিট

বিভিন্ন কোটায় এখন ট্রেনের টিকিট কাটা যাবে Paytm থেকে

তবে ব্যবহারকারীদের IRCTC লগইন আইডি থাকা বাধ্যতামূলক

ভারতের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সার্ভিস নেটওয়ার্ক হল Paytm। এটির সাহায্যে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের UPI পেমেন্ট, সিনেমার টিকিট বুক করা, বিল দেওয়া, ইত্যাদি কাজ করতে পারেন। এখন এই মাধ্যমে যুক্ত হল আরও একটি নতুন সুবিধা। IRCTC বা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের সঙ্গে গাঁটছড়া বাঁধল Paytm। এবার এতদিন IRCTC অ্যাপ বা ওয়েবসাইট থেকে যা যা কাজ করা যেত, অর্থাৎ ট্রেনের টিকিট কাটা, PNR নম্বর চেক করা, ট্রেনের বর্তমান অবস্থা, ইত্যাদি সব এখন Paytm থেকেই করা যাবে। শুধু তাই নয়, টিকিট ক্যানসেল করতে হলে, প্ল্যাটফর্ম নম্বর ট্র্যাক করতে হলে, বা এই জাতীয় অন্যান্য কাজেও Paytm আপনাকে সাহায্য করবে। 

এছাড়া Paytm -এ PNR কনফার্মেশন প্রেডিকশন ফিচার মিলবে। ফলে এটার সাহায্যে আপনি যখন টিকিট করবেন তখন একটা আন্দাজ পেয়ে যাবেন যে আপনার টিকিটটি আদৌ কনফার্ম হবে কিনা। বা সেই সম্ভাবনা কত। একই সঙ্গে ধরুন আপনি যে রুটের যে ট্রেনের বিষয় খোঁজ করছেন সেখানে টিকিট পেলেন না তখন এই অ্যাপ আপনাকে উপায় বাতলে দেবে। অর্থাৎ একই রুটে আর কোন ট্রেন আছে, কোনটায় যেতে পারেন সেটা দেখিয়ে দেবে। 

IRCTC অ্যাপ ব্যবহার করেন যাঁরা তাঁরা এখন Paytm ব্যবহার করে কাছাকাছি স্টেশন বা PNR নম্বর চেক করে নিতে পারবেন। একই সঙ্গে যদি ট্রেন দেরিতে চলে বা অন্যান্য কোনও সুবিধার প্রয়োজন হয় তাহলে 10 ভাষায় সুবিধা পাওয়া যাবে। একই সঙ্গে বিভিন্ন কোটায় টিকিট কাটা যাবে। অর্থাৎ সিনিয়র সিটিজেন বা মহিলা কোটায় টিকিট কাটা যাবে। 

বুকিংয়ের জন্য ব্যবহারকারীরা Paytm- এর যে সুবিধা নিতে পারেন, অর্থাৎ Paytm UPI, Paytm Wallet, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইত্যাদির সুবিধা নিতে পারেন। বা Paytm Postpaid -এর সুবিধাও পেতে পারেন। 

দেখুন Paytm এর সাহায্যে কীভাবে IRCTC ট্রেনের টিকিট কাটবেন। 

সবার আগে paytm.com/train-tickets ওয়েবসাইটে যান বা অ্যাপে যান। 

তারপর সেখান থেকে আপনার স্টেশন অর্থাৎ যেখান থেকে উঠবেন সেটা এবং গন্তব্য দুটো বেছে নিন। 

এবার কবে যেতে চান মানে কবের জন্য টিকিট কাটবেন ভাবছেন সেই দিনটা দিন। 

এবার সার্চ অপশনে ক্লিক করুন, এবং দেখুন সেদিন ওই রুটে কোন কোন ট্রেন উপলব্ধ আছে। 

এবার আপনার ট্রেন বেছে নিন এবং সিট সিলেক্ট করুন। একই সঙ্গে ডেট এবং ট্রেনের ক্লাস। 

এবার টিকিট বুক করার জন্য বুক অপশনে ক্লিক করুন এবং আপনার IRCTC লগইন আইডি দিন। 

এবার আপনার যদি IRCTC লগইন আইডি না থেকে তাহলে Sign up with IRCTC অপশনে ক্লিক করুন। আর যদি IRCTC পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেটা রিসেট করুন। এটার জন্য forgot IRCTC password অপশনে ক্লিক করুন। 

Train tickets can be booked fom paytm

এবার যা যা তথ্য চাইছে সব দিয়ে দিন। এবং বুক অপশনে ক্লিক করুন। 

এবার যে মাধ্যমে টাকা দিতে চান সেটা দিয়ে দিন। 

আপনার বুকিং হয়ে গেলে আপনাকে IRCTC ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেওয়া হবে।

এবার আপনার পাসওয়ার্ড দিয়ে ফের লগইন করুন ভেরিফাই করার জন্য। 

এবার যেই টিকিট বুক হয়ে পাবে আপনি টিকিট PDF ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। বা আপনার ইমেল আইডিতে পেয়ে যাবেন। 

PNR স্ট্যাটাস দেখা জন্য কী করণীয়? 

এটার জন্য সবার আগে Paytm অ্যাপটিতে যান। 

সেখানে গিয়ে ট্রেন টিকিট অপশনে যান। এবার যান PNR স্ট্যাটাস অপশনে। 

এবার আপনার PNR নম্বর দিয়ে দিন সার্চ বক্সে। 

এবার চেক বাটনে ক্লিক করুন। আপনি এবার আপনার স্ক্রিনে PNR স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। 

IRCTC Tickets can be booked from Paytm

Paytm এর মাধ্যমে ট্রেনের লাইভ স্ট্যাটাস কীভাবে দেখবেন? 

এটার জন্য সবার আগে Paytm অ্যাপে যান। 

সেখানে গিয়ে ট্রেন টিকিট অপশন এবং সেখানে ট্রেনের নম্বর বা নাম দিন। 

তারপর আপনি কোন স্টেশন থেকে উঠবেন সেটা দিন। 

এরপর চেক লাইভ স্ট্যাটাস অপশনে ক্লিক করুন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo