গবেষকরা সম্প্রতি একটি ভয়ঙ্কর ক্ষতিকর ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে। এই ক্ষতিকর ম্যালওয়্যারটি Google Play Store -এর 100টির বেশী অ্যাপে পাওয়া গিয়েছে। ডক্টর ওয়েবের সিকিউরিটি গবেষকরা Bleeping কম্পিউটারের সঙ্গে হাত মিলিয়ে একটি নতুন ধরনের স্পাইওয়্যারের সন্ধান পেয়েছে। এটির নাম SpinOK।
এটি প্রায় 100 টির বেশি অ্যাপে থাবা বসিয়েছে। ফলে ক্ষতির মুখে পড়েছে অনেকেই। 42,12,90,300 বার ডাউনলোড করা হয়েছে এই অ্যাপগুলো। ফলে বুঝতেই পারছেন বিশ্বজুড়ে বহু মানুষের তথ্য বিপদের মুখে পড়েছে।
Google -কে এই বিষয়ে জানানো হয়েছে, এবং তারা জানিয়েছে যে তারা এই ক্ষতিকর অ্যাপগুলো সরিয়ে দিয়েছে।
https://twitter.com/DrWeb_antivirus/status/1663843892624596993?ref_src=twsrc%5Etfw
এই গবেষণায় বলা হয়েছে যে এই ট্রোজান ম্যালওয়্যার আসলে নিজেকে একটি বিজ্ঞাপনের SDK হিসেবে নিজেকে তুলে ধরে। এবং এটি ছোট ছোট গেম খেলার সুযোগ সহ উপহারের লোভ দেখিয়ে গ্রাহকদের আকর্ষিত করা হচ্ছে। একবার এটি ফোনে ডাউনলোড করার মানে হচ্ছে সেটা ফোন থেকে চুপিসারে তথ্য চুরি করবে।
এখানে ক্ষতিকর ম্যালিসিয়াস কনটেন্ট আছে বলেও জানানো হয়েছে। কিছু কিছু অ্যাপে আছে ক্ষতিকর সফটওয়্যার, কোথাও আছে নির্দিষ্ট ভার্সনের সফটওয়্যার। এগুলো Store থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এবার দেখুন কোন কোন ফোনে এই ক্ষতিকর ম্যালওয়্যারের সন্ধান মিলেছে। রইল সেরা 10 টির তালিকা –
আরও পড়ুন: Android ফোনে থাবা ভাইরাস ডামের! তথ্য চুরি রুখতে কোন পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা?
Noizz- video editor with music
Zapya – File Transfer, Share
VFly: video editor&video maker
MVBit – MV video status maker
Biugo – video maker&video editor
Crazy Drop
Cashzine – Earn money reward
Fizzo Novel – Reading Offline
CashEM: Get Rewards
Tick: watch to earn
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রাইভেসি নিয়ে আরও সতর্ক হল সংস্থা! 10 ভারতীয় ভাষায় লঞ্চ করল নতুন ফিচার
1. যদি দেখেন প্রয়োজনের অতিরিক্ত পারমিশন চাইছে সাবধান হন। যদি দেখেন প্রয়োজন ছাড়া সেই অ্যাপ আপনার কনট্যাক্ট বা নেটওয়ার্ক কানেকটিভিটি চায় তাহলেই সাবধান হন।
2. ভুয়ো অফার ইত্যাদির ফাঁদে পা দেবেন না। রিভিউতে যদি অনেক বিজ্ঞাপনের কথা লেখা থাকে তাহলে ডাউনলোড করবেন না, এটা ফাঁদ হতে পারে।
3. ইনস্টলের পরিমাণ এবং রিভিউ দুটির রেশিও দেখুন। অনেক বেশি ইনস্টল আর কম রিভিউ যদি থাকে তাহলে বুঝবেন সেই অ্যাপে ম্যালওয়্যার আছে।
4. Google Play Protect অন রাখুন। মোবাইলে অ্যান্টি ভাইরাস ইনস্টল করে রাখুন।
5. অ্যাপ ডেভেলপারের বিষয় খোঁজ করুন। Google, social media -এ রিভিউ দেখুন। ফিডব্যাক পড়ুন।
6. এই অ্যাপ যদি কোনও সেনসিটিভ ডেটা যেমন পাসওয়ার্ড ইত্যাদি চায় তাহলে সতর্ক হন।