Google Pay অ্যাপটিকে আরও বেশি জনপ্রিয় করার জন্য গুগল এই ফিচারটি দিয়েছে। গুগল MMTC-PAMP India র সঙ্গে চুক্তি করার পড়ে ইউজাররা এই অ্যাপের মাধ্যমে সোনা কিনতে পারবনে। আর এই পার্টনার্শিপের পড়ে গুগলের মাধ্যমে 99.9% 24 ক্যারেট গোল্ড কেনা যাবে।
গুগল পে ইন্ডিয়ার প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডায়রেক্টার Ambarish Kenghe বলেছেন, “ভারতীয়রা সোনা পছন্দ করেন আর এবার এবার তারা তাদের অনেক শুভ কাজে যেমন অক্ষয় তৃতীয়া ধানতেরস বা দিওয়ালী ইত্যাদিতে”। আর এই বিষয়ে খেয়াল রেখে আমরা গুগল পেতে গোল্ড কেনাকাটা আর বিক্রির ফিচার নিয়ে এসেছি, এখানে ভারতীয়রা যখন ইচ্ছে যেকোন জায়গা থেকে নিজের ফোনের মাধ্যমে সোনা কিনতে পারবেন।
Google Pay র ইউজার্সরা কোন দাম সোনা কিনবে তার জন্য MMTC PAM র সঙ্গে ওয়াল্টে রাখা হয়েছে। ইউজার্সরা নতুন দামে যেকোন সময়ে সোনা কিনতে আর বিক্রি করতে পারবেন আর এই দাম গুগল পে অ্যাপের মাধ্যমে করা যাবে।
আর Paytm, MobiKwik আর PhnePe র মতন ওয়ালেট গুলিও সোনা কেনার সুবিধা দেয়।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।