এবার এভাবে Google Pay থেকে ট্রেন টিকিট বুক করতে পারবেন

এবার এভাবে Google Pay থেকে ট্রেন টিকিট বুক করতে পারবেন
HIGHLIGHTS

ট্রেন টিকিট বুক করার জন্য Google IRCTC র সঙ্গে চুক্তি করেছে আর এবার গুগল পে ইউজার্সরা তাদের IRCTC র অ্যাকাউন্ট থেকে ট্রেনের টিকিট এর মাধ্যমে কাটতে পারবেন

আপনি যদি একজন গুগল পে ইউজার্স হন তবে আপনাদের জন্য একটি ভাল খবর। আসলে এবার আপনারা নিজেদের ট্রেনের টিকিট Google Pay র থেকে বুক করতে পারবেন। হ্যাঁ এবার UPI নির্ভর পেমেন্ট অ্যাপ Google Pay অ্যাপ থেকে ট্রেন টিকিট বুক করার সুবিধা IRCT র মাধ্যমে দেওয়া হচ্ছে। আর এর জন্য গুগল পে IRCTC র সঙ্গে চুক্তি করেছে। আর গুগল বলেছে যে এই ফিচার অ্যান্ড্রয়েডের সঙ্গে iOS য়েও পাওয়া যাবে। আর আপনাদের বলে রাখি যে Google Pay অ্যাপ ‘বিজনেস সেকশান’ য়ে আপনারা ট্রেনের অপশান পাবেন আর সেখান থেকে টিকিট বুক্র করতে পারবেন।

Google Pay তে IRCTC টিকিট বুকিং সাপোর্ট দেওয়া হয়েছে আর এর সাহায্যে ইউজার্সরা অ্যাপ থেকে সার্চ, বুকিং আর টিকিট ক্যান্সেল করতে পারবেন। আর শুধু তাই নয় ইউজার্সরা অ্যাপে নিজেদের সিট অ্যাভেলেবিলিটি বিষয়ে খবরও পেতে পারবেন। আর এবার আমরা যদি Google Pay র মাধ্যমে টিকিট বুকিংয়ের বিষয়ে ইউজার্সদের বলি তবে সেখানে যা চার্জ লাগবে তা দিতে হবে। আর আসুন দেখা যাক যে আপনারা কি করে ট্রেন টিকিট সহজে এই অ্যাপের মাধ্যমে বুক করতে পারবেন।

এভাবে Google Pay থেকে ট্রেন টিকিট বুক করুন

  • প্রথমে Google Pay app খুলুন আর সেখানে Businesses section য়ে গিয়ে ট্রেনে ট্যাপ করুন।
  • আর এবার new ticket য়ে ট্যাপ করুন
  • এবার আপনারা কোন স্টেশান থেকে কোথায় যাবেন তা আর ডেট ইত্যাদি দিন
  • এবার আপনার সামনে ট্রেন বিষয়ে ডিটেলস চলে আসবে, সিট আছে কিনা দেখার জন্য চেক অ্যাভেলেবিটিতে ক্লিক করুন।
  • এবার যে ক্লাসে যাত্রা করতে চান সেখানে ক্লিক করে সিলেক্ট করুন
  • এবার স্টেশান বিষয়ে নিশ্চয়তা দিতে ওকেতে ট্যাপ করুন
  • এর পরে IRCTC অ্যাকাউন্ট ডিটেল দিন
  • আর এবার আপনার কাছে যদি অ্যাকাউন্ট না থাকে তবে সেখানে ক্রিয়েট অপশানে ক্লিক করুন আর অ্যাকাউন্ট তৈরি করুন
  • এবার প্যাসেঞ্জার ডিটেল এন্টার করুন আর কন্টিউনিতে ট্যাপ করুন
  • বুকিংয়ের বিষয়ে তথ্যতে ক্লিক করুন আর কন্টিনিউতে ট্যাপ করুন
  • পেমেন্ট করার জন্য অপশান বাছুন আর প্রসেসড টু কন্টিনিউতে ক্লিক করুন
  • এবার নিজের UPI PIN এন্টার করুন আর সেকাহ্নে আপনারা IRCTC ওয়েবসাইটে যেতে পারবেন
  • আর এখানে নিজের IRCTC পাসওয়ার্ড আর ক্যাপচা কোড দিন

সাবমিটে ট্যাপ করুন আর এভাবে আপনার বুকিং হয়ে যাবে আর এবার একটি কনফার্মেশান স্ক্রিনে দেখা যাবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo