হোয়াটসঅ্যাপ 2016 সালে ভিডিও চ্যাট আর 2014 সালে ভয়েস চ্যাট শুরু করেছিল
হোয়াটসঅ্যাপ নিজেদের iOS আর অ্যান্ড্রয়েডের 1.5 বিলিয়ান ইউজার্সদের জন্য এই ফিচারটি নিয়ে এসেছে। এই গ্রুপ কলিং ফিচারের মাধ্যমে এক সময়ে চার জনের সঙ্গে কথা বলা যাবে। আর এই গ্রুপ কলিং ফিচার ইউস করার জন্য ইউসারকে ভিডিও কল শুরু করতে হবে আর অ্যাড পার্টিসিপেন্ট বটনে ট্যাপ করতে হবে আর এটি স্ক্রিনের ডান দিকে দেখা যাবে।
মে মাসে ফেসবুকের F8 ডেভলাপার কনফারেন্সে হোয়াটসঅ্যাপ এই ফিচারটির বিষয়ে ঘোষনা করেছিল। আর হোয়াটসঅ্যাপ 2016 সালে ভিডিও চ্যাট আর 2014 সালে ভয়েস চ্যাট নিয়ে এসেছিল।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ জানায় যে এবার একজন ইউজার্স শুধু মাত্র 5 জনকে চ্যাট শেয়ার করতে পারবেন। আর এই ফরোয়ার্ড ফিচার এখন অ্যান্ড্রয়েড আর iOS ইউজার্সরা ব্যাবহার করতে পারছে।