হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটের পরে এবার শুধু 5 জন ইউজার্সকেই মেসেজ ফরোয়ার্ড করা যাবে
কোম্পানি বলেছ যে ইউজার্সরা কারেন্ট হোয়াটসঅ্যাপ ভার্সানে এক সপ্তাহের মধ্যে তারা এই আপডেট পেয়ে যাবে
হোয়াটসঅ্যাপ ভারতে সফলভাবে মেসেজ ফরোয়ার্ডিং লিমিটের আপডেট দেওয়া শুরু করে দিয়েছে। মেসেজ প্ল্যাটফর্মে বিভিন্ন মিথ্যা খবরের কারনেই কোম্পানি এই আপডেট নিয়ে এসেছে। ভারতে কোম্পানির 200 মিলিয়ান ইউজার্সের জন্য আপডেট দেওয়া শুরু করেছে। গত মাসে কোম্পানি জানিয়েছিল যে ভারতে খুব তাড়াতাড়ি মেসেজ ফরোয়ার্ড 5 জন ইউজার্সদের মধ্যে লিমিটেড করে দেবে।
আর এবার এই ফিচার্স সারা দেশে দেওয়া শুরু হবে। কোম্পানি বলেছে যে ইউজার্সরা কারেন্ট হোয়াটসঅ্যাপ ভার্সানে তারা এই লিমিট দেখতে শুরু করে দেবে। আর এছাড়া ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ একটি নতুন ভিডিও পাব্লিশ করেছে যেখানে ইউজার্সদের মিথ্যা খবর থেকে দূরে থাকতে বলা হয়েছে।
আর অন্যান্য দেশের তুলনায় সব থেকে বেশি মেসেজ, ছবি আর ভিডিও ভারতে শেয়ার করা হয়, আন্তর্জাতিক ভাবে কোম্পানি 20 টি চ্যাট ( গ্রুপ হোক বা একজন ইউজার) পর্যন্ত মেসেজ ফরোয়ার্ড করার অনুমতি দিয়েছে।