এবার জয়পুর আর কোচিতেও পৌঁছবে উবের ইটস

এবার জয়পুর আর কোচিতেও পৌঁছবে উবের ইটস
HIGHLIGHTS

উবের ইটস ভারতে 2017 সালের মে মাসে শুরু হয়েছিল

উবেরের ফুড ডেলিভারি অ্যাপের বৃদ্ধি করার জন্য সম্প্রতি উবের জানিয়েছে যে খুব তাড়াতাড়ি তাদের এই অ্যাপ জয়পুর আর কোচিতে পৌঁছে যাবে। ‘উবের ইটস’ নামে এই পরিষেবা শুরু করা হবে। কোম্পানি তাদের একটি বয়ানে বলেছে যে আর এর পরে এই পরিষেবা ভারতের 10 টি শহরে শুরু করা হবে আর এর সঙ্গে 500টি রেস্টুরেন্টও শুরু করা হবে। আপনি যদি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে অ্যামাজনের এই ডিল গুলি দেখতে পারেন

উবের ইটস ইন্ডিয়ার প্রধান বলেছেন যে, “আমরা 10 মাসে 10টি শহরকে টার্গেট করেছি। জয়পুর আর কোচি তাদের খাবারের জন্য বিখ্যাত আর এই জন্য আমরা এখান থেকে আমাদের এই অ্যাপটি শুরু করতে চলেছি”।

ভারতে উবের ইটস 2017 সালে শুরু করে হয়েছিল। এই পরিষেবা মূম্বাইতে প্রথম শুরু হয়। আর তার পরে এটি দিল্লি, গুরুগ্রাম, চণ্ডীগড়, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ আর পুনেতে শুরু করা হয়।

এই মুহূর্তে এই সব শহরে এর সঙ্গে সাত হাজারের বেশি রেস্টুরেন্টের নেটওয়ার্ক আছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo