YouTube অ্যাপে আসছে নতুন সোয়াইপ ফিচার

Updated on 18-Jan-2019
HIGHLIGHTS

এখন শুধু iOS অ্যাপের জন্য এই আপডেট এসেছে আর এই নতুন ফিচারের মাধ্যমে ইউজার্সরা একবার সোয়াইপ করে ভিডিও বদলাতে পারবে

YouTube তাদের iOS অ্যাপের জন্য নতুন সোয়াইপিং জেসচার ফিচার নিয়ে আসার জন্য আপডেট পুশ করেছে। আর এই আপডেটের পরে ইউজার্সরা স্ক্রিনে সোয়াইপ করলে তা সোজা আগের ভিডিওতে চলে যাবে। আর এর বদলে ইউটিউবে মোবাইল ইউজার্সদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

YouTube য়ের প্রায় এক বিলিয়ানের থেকে বেশি ইউজার্সদের মধ্যে 70% মোবাইল ডিভাইসে ভিডিও দেখেন। TV তে ভিডিও দেখার তুলনায় ট্র্যাডিশানাল রিমোট কন্ট্রোলের দরকার হয় আর সেখানে নেগিভেশান আলাদা ভাবে হয়। YouTube কে আরও ভাল করার অভিজ্ঞতার জন্য তারা মোবাইল অ্যাপে অনেক পরিবর্তন করেছে।

বিগত বেশ কিছু বছরের মধ্যে ইউটিউবের কিছু নতুন বড় ফিচার্স এসেছে, এর মধ্যে শেয়ারিং, মেসেঞ্জিং ফিচার, ডার্ক মোড, স্টোরি ফিচার ইত্যাদি আছে। YouTube এই নতুন ফিচার্স ভিডিওর বাঁ দিকে সোয়াইপ করলে পরের রেকমন্ডেড ভিডিও দেখা যাবে।

আপনারা যদি ভিডিও দেখতে পছন্দ না করেন তবে এটি সোয়াইপ করে আগের ভিডিওতে যাওয়া যাবে। তবে এই ফিচারটি এখন iOS য়ের ইউজার্সদের জন্য এসেছে, কিন্তু অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্য এই ফিচারটি এখনও আসেনি, আর এটি কবে আসবে সেই বিষয়েও কিছু জানা যায়নি।

Connect On :