ইউটিউব চ্যাট রিপালি পরিষেবা শুরু করা হচ্ছে, যার ফলে ইউজার্সরা লাইভ স্ট্রিমিং পরিষেবা শেষ হলেও তার পড়ে কথা চালিয়ে যেতে পারবে। কোম্পানি বলেছে যে লাইভ রিপালি ভিডিওর সঙ্গে দেখতে থাকবে আর ঠিক লাইভের মতনই দেখাবে।
লাইভ যুক্ত ক্রিয়েটার্সকে আরও বেশি মানুষের সঙ্গে লাইভ স্ট্রিমিং দেওয়ার জন্য আরও বেশি স্পিডের সাহায্য নেওয়া হবে। লাইভ অটোমেটিক স্পিচ রেকগজেশান ব্যবস্থার সঙ্গে ইউজার্স ক্যাপশান দেওয়ার সুযোগ রেটিং অনুসারে পাবে।
একটি বক্ত্যবে বলা হয়েছে যে, “আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি ফিচার্স্টি দেওয়া হবে আর আমরা ক্যাপশান দেওয়ার ব্যবস্থাও করব”। ভিডিও ক্রিয়েটার এবার মোবাইল লাইভ স্ট্রিমিং আর ভিডিও আপলোড লোকেশানও ট্যাগ করতে পারবনে আর নিজেদের সমস্ত পছন্দের জায়গা ইউজার্সদের সঙ্গে অ্যাড হতে পারবে।
ইউটিউব বলেছে জে ইউজার্সরা সেই লোকেশান ট্যাগ করার সঙ্গে সঙ্গে অন্য ভিডিও দেখতে পারবেন। আর এর সঙ্গে লোকেশান ফিল্টারও ব্যবহার করে কোন বিশেষ জায়গায়র ভিডিও দেখতে পারবেন।