এবার প্লে স্টোরে ‘ফ্রি আপ স্পেস’, মাই সাবস্ক্রিপশান ফিচার্সের গুগল টেস্টিং করছেঃ রিপোর্ট
ফ্রি আপ স্পেসের মাধ্যমে ইউজার্সরা তাদের অপ্রয়জনিয় স্পেস সরিয়ে দিতে পারবে, আর সেখানে মাই সাবস্ক্রিপশান ট্যাবের মাধ্যমে তারা জানতে পারবে যে তারা কোন অ্যাপ, টিভি শো আর ম্যাগাজিনের সাবস্ক্রিপশান করেছে
আশা করা হচ্ছে যে গুগল খুব তাড়াতাড়ি সেইসব অপ্রয়জনীয় অয়াপ সরিয়ে দেওয়ার একটি সহজ উপায় বার করবে যা আপনাদের একদমই কাজে লাগে না। আর ইউজাররা এখানে এও জানতে পারবে যে তারা কোন কোন জিনিসের সাবস্ক্রিবশান করে রেখেছে। 9to5Google আর Android Plice এর দুটি আলাদা রিপোর্টে বলা হয়েছে যে, কোম্পানি প্লে স্টোরে দুটি নতুন ফিচার্স টেস্ট করছে। অ্যামাজনে এই 32 GB ইন্টারনাল স্টোরেজের ফোন গুলি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে
9to5Google এর রিপোর্ট অনুসারে ইউজার্সরা মাই অ্যাপস অ্যান্ড গেমসে ফ্রি আপ স্টোর ফিচারটি পাবে। এই ফিচারের ইউজার্সরা তাদের ফোনে যদি স্পেস কম থাকে তবে তারা এই সেকশানে গিয়ে সেই সব অ্যাপ দেখতে পারবে যা তারা ব্যবহার করেনা। এই লিস্টের ব্যবহার করার জন্য তা ফ্রিকুয়েন্সির ওপর নির্ধারিত করা হয়েছে। আর এর মাধ্যমে ইউজার্সরা সহজেই তারা কোন অ্যাপের ব্যবহার করবে আর কোন অ্যাপের ব্যাবহার করবেনা তা দেখতে পারবে আর যা দরকার হচ্ছেনা আর তা ডিলিট করতে হবে।
Android Police এর একটি রিপোর্ট অনুসারে বেশ কিছু ইউজার্সরা ‘মাই অ্যাপ অ্যান্ড গেমস’ সেকশানে একটি নতুন ‘সাবস্ক্রিপশান’ ট্যাব দেখতে পাচ্ছে। আর যদি কোন ইউজার্স প্লে স্টোর তেহেক কোন অ্যাপ, টিভি শো আর ম্যাগাজিনের সাবস্ক্রিপশান করেছে তবে তারা তা এই সেকশানে দেখাতে পাবে।