Google Assistant Go এবার প্লে স্টোরে পাওয়া যাচ্ছে

Updated on 02-Feb-2018
HIGHLIGHTS

Google Assistant Go গুগলের ভার্চুয়াল অ্যাসিস্টেন্সের লাইট ভার্সান

গুগল এবার তাদের ভার্চুয়াল অ্যাসসিটেন্সের লাইট ভার্সান নিয়ে এল। এটির নাম দেওয়া হয়েছে Google Assistant Go। আর এবার এটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এই ল্যাপটপ গুলি ফ্লিপকার্টে 15,000 টাকা দামের মধ্যে কিনতে পাওয়া যাচ্ছে
 
এটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিও যুক্ত ডিভাইসে এটি কাজ করে। এই লিস্টিং থেকে এটা জানা গেছে যে এই অ্যাপটির মাধ্যমে লো-এন্ড স্মার্টফোনে অনেক রকমের ভাল ভাল ফিচার্স পাওয়া যাবে।
ইউজাররা এর মাধ্যমে খুব তাড়াতাড়ি ফোন করতে আর এসএমএস করতে পারবে। আর মিউজিক, নেগেভিশান, আসতে চলা হোয়াটসঅ্যাপের প্রিভিউ করতেও এই অ্যাপটির সাহায্য পাবেন ইউজার্সরা। এই অ্যাপটি আবহাওয়ার খবরও দেয়।
Google Assistant Go চালানোর জন্য এর আইকনে ক্লিক করতে হবে আর হোম বটনে লঙ প্রেস করতে হবে। আপাতত এই Google Assistant Go অনেক ফিচার্সই সাপোর্ট করেনা। কিন্তু এটা মনে করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এটি সমস্ত ফিচার্স সাপোর্ট করবে।

Connect On :