WHTSAPP ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচার অ্যান্ড্রয়েড বিটাতে

Updated on 30-Dec-2019
HIGHLIGHTS

বিগত বেশ কিছু সময় ধরে হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপেয়ার ফিচারে কাজ করছে

আর এই ফিচার অ্যান্ড্রয়েড বিটাতে এসে গেছে

আর এই ফিচারের পরে হোয়াটসঅ্যাপে বেশি প্রভাব হবে না

ইন্সট্যান্ট মেসেজিং বিষয়ে বলতে হলে প্রথমেই নাম আসবে হোয়াটসঅ্যাপের। আর জিমেল এখন একটি স্লেফ ডিস্ট্র্যাকট ফিচারের সঙ্গে এসেছে যেখানে গ্রাহকদের টাইমের সঙ্গে মেসেজ পাঠানো হয়। আর এসবের পরেও অবশ্য সব থেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপই।

হোয়াটসঅ্যাপ বিগত বেশ কিছু সময় ধরে ডিসঅ্যাপেয়ার ফিচারে কাজ করছিল। আর এবার গ্রাহকরা এই ফিচার দেখেনি। আর এবার বিটাতে নতুন আপডেটের সঙ্গে এই ফিচার দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটাতে এই ফিচার এসেছে। এই ফিচার আগে ডিস অ্যাপের হিসাবে দেখানো হত আর এবার  "Delete Messages" বলা হচ্ছে।

WABetaInfo র নতুন আপডেট অনুসারে এই নতুন আপডেট/রিপোর্ট থেকে গ্রাহকরা ডিলিট মেসেজ হলে কত সময় পর্যন্ত দেখতে পাবেন আর এবার সেই সময় সীমা দেখা যাবে,। এখন ডিলিট মেসেজ ফিচার শুধু গ্রুপ চ্যাটে আছে। আর গ্রাহকদের অনুসারে এই সুবিধা এবার পার্সোনাল চ্যাটেও আসবে। আর এর সঙ্গে এই সুবিধা এবারiOS য়েও আসবে। আর এটি  2.20.10.23  আপডেটে আসবে। আর ডিসঅ্যাপেয়ারিং মেসেজের ক্ষেত্রে বাস্তবে গ্রাহকদের কাছে হবে আর এখানে একটি মেসেজ অন্য ট্রিগার করতে পারবেন।

Connect On :