Apple খুব তাড়াতাড়ি Fuzion নামের অ্যাপ আনবে, যা সেলফি আরও সুন্দর করবে

Apple খুব তাড়াতাড়ি Fuzion নামের অ্যাপ আনবে, যা সেলফি আরও সুন্দর করবে
HIGHLIGHTS

অ্যাপেলের এই নতুন ফটোগ্রাফি অ্যাপ Fuzion নাম দেওয়া হয়েছে আর এই অ্যাপটি ইউডেপথ ডাটার ব্যাবহার করে ভাল সেলফি নিতে সাহায্য করবে

iOS ইউজার্সদের জন্য এবার একটি নতুন ফটোগ্রাফি অ্যাপ আসতে চলেছে, যা Fuzion নামে পরিচিত হবে। আর এটি ইউডেপথ ক্যামেরা ডাটা ব্যাবহার করে নতুন আইফোনের মাধ্যমে ভাল ছবি বোল্ড করে পোট্রেড মোডের সঙ্গে ছবি বানাবে।

Fuzion একটি ফটো এডিটার যার মাধ্যমে আপনারা নিজেদের পোট্রেড আর সেলফি আলাদা লেবেলে নিয়ে যেতে পারেন। Fuzion টিমের একটি নতুন পোস্টে এই লেখাটি দেখা গেছে, “মাল্টিপেল ছবি তোলাকে ব্লক করে সহজে ডবল এক্সপোজার যুক্ত ছবি বানাবে”।

এই নতুন ফিচার আইফোনে iPhone 8 Plus, X, Xr আর XS য়ের জন্য আসবে।

এই অ্যাপের এই ফিচারের সঙ্গে পোট্রেড ছবি অটোমেটিক সিলহোট ডিটেকশানের সঙ্গে শুধু ক্যাপচার করা যাবে। আর এটি টপ ফটোগ্রাফির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড অপশান বেছে পোট্রেডে নতুন রূপ দিতে পারে।

এই পোস্টে বলা হয়েছে যে এই অ্যাপে শক্তিশালী ইউডেপ্তহ আর নতুন আইফোনের ডুয়াল ক্যামেরার ব্যাবহার করা হবে। আর এই এডিটিং অ্যাপ ডিসেম্বরে বিটা টেস্টার্সের গ্রুপ রিলিজ করা হয়েছে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo