WhatsApp -এ একটি নতুন আপডেট এল যা এই কম্প্যানিয়ন মোডটিকে সেখান যুক্ত করেছে। এই নতুন ভার্সন অর্থাৎ iOS -এর 23.10.76 আপডেট ভারতে উপলব্ধ হল। এই আপডেট এখন iPhone ব্যবহারকারীরা Apple App Store থেকে পেতে পারেন।
কম্প্যানিয়ন মোডের সাহায্যে একাধিক iPhone -এ একইসঙ্গে একটি WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এই ফিচারের মূল সুবিধা হল এটিই। অ্যান্ড্রয়েড ফোনের জন্য বেশ কিছুদিন আগেই এই কম্প্যানিয়ন মোড উপলব্ধ হয়ে গিয়েছিল।
1. এই ফিচার ব্যবহার করার জন্য, আপনার দ্বিতীয় বা সেকেন্ডারি iPhone -এ WhatsApp খুলুন।
2. তারপর স্ক্রিনের উপর থাকা তিনটি ডটে ক্লিক করুন।
3. এবার লিংক ডিভাইস অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন: ইউজারনেম, স্ক্রিন শেয়ার সহ এই 5 ফাটাফাটি ফিচার আসছে WhatsApp-এ, মিলবে কী কী সুবিধা?
4. এবার দেখুন আপনি একটি QR কোড দেখতে পাবেন।
5. এবার প্রাইমারি ফোনে যান।
6. সেখানে গিয়ে সেটিংস অপশনের লিংকড ডিভাইস ক্লিক করুন।
7. এবার QR কোড স্ক্যান করুন যেটা সেকেন্ডারি ফোনে দেখাচ্ছে।
8. এটা করলেই দুটো ডিভাইসে WhatsApp লিংক হয়ে যাবে।
এবার এই দুটো ডিভাইস লিংক হওয়ার পর যদি আপনার প্রাইমারি ডিভাইসে ইন্টারনেট নাও থাকে তবুও সেকেন্ডারি ডিভাইস কাজ করবে।
আরও পড়ুন: WhatsApp ব্যবহারে আর লাগবে না ফোন নম্বর, এবার Telegram-এর মতো নিজের নামেই ইউজ করুন এই অ্যাপ
ব্যবহারকারীরা ফোন লিংক করার পর সেকেন্ডারি ফোন দিয়ে WhatsApp ভিডিও বা অডিও কল সবই করতে পারবেন। পাবেন অন্যান্য ফিচারের সুবিধাও।
পুরনো কল লগ হয়তো পুরোটা দেখতে পাবেন না, বা কিছু ক্ষেত্রে অনেক সময় অনেক পুরনো চ্যাট শো করে না। তবে বাকি সব সুবিধাই পাবেন। এমনকি এখানে এন্ড টু এন্ড এনক্রিপশনের সুবিধাও পাবেন।
তবে কেবল এই কম্প্যানিয়ন মোড নয়, এই নতুন আপডেটের সঙ্গে আরও বেশ কিছু নতুন ফিচার আনা হবে। যে যে চ্যাটে disappearing মেসেজ অন আছে, সেখানে এখানে চাইলে সেভ মেসেজ বা কিপ মেসেজের অপশন থাকবে, ফলে চাইলে আপনি জরুরি মেসেজ রেখে দিতে পারবেন। এছাড়া এই অ্যাপ স্ট্যাটাসের জন্য একাধিক টুল আনছে, যায় সাহায্যে ফন্ট আপডেট হবে যেমন তেমনই নতুন নতুন ব্যাকগ্রাউন্ড কালার যোগ হবে।
এবার কাউকে GIF পাঠালে সেটা ক্লিক না করলেও নিজেই চলবে। এগুলো ছাড়াও WhatsApp বর্তমানে একাধিক ফিচার নিয়ে কাজ করছে। ফলে সেগুলো আগামীতে শীঘ্রই সকলের ব্যবহারের জন্য নিয়ে আসা হবে। এর মধ্যে আছে স্ক্রিন শেয়ার করা থেকে ভাষা বদলানো, ইউজারনেম অপশন, ইত্যাদি।