এবার আপনিও মহাকাশে সেলফি তুলতে পারবেন নাসার এই অ্যাপের মাধ্যমে!

Updated on 27-Aug-2018
HIGHLIGHTS

নাসা একটি নতুন অ্যাপ নিয়ে এসেছে যার নাম “নাসা সেলফিস অ্যাপ”

আমরা এখন যে সময়ে আছি তাকে সেলফি যুগ বললে কোন ক্ষতি হয়না। আমরা এমন কোন জায়গা নেই যেখানে সেলফি তুলিনা আর সেই সেলফি সবার সঙ্গে শেয়ার করার জন্য ফেসবুক, ইন্সটাগ্রাম ইত্যাদি সোশাল মিডিয়া অ্যাপে দিয়ে থাকি। আর এবার পাহাড়, জঙ্গল, সমুদ্রের সঙ্গে নিজের সেলফি এবার মহাকাশেও তুলতে পারবেন। অবাক হচ্ছেন ভাবছেন তাও কী করে সম্ভব? আসলে সবার জন্য এই সুযোগ এনে দিয়েছে নাসা। এখন নাসার এই উদ্যোগে সহজেই মহাকাশে সেলফি তুলে পারবেন আপনিও।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুসারে নাসা একটি নতুন অ্যাপ নিয়ে এসেছে যার নাম “নাসা সেলফিস অ্যাপ”। এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে তোলা ছবি মানে আপনার সেলফি মিল্কি ওয়েব গ্যালাক্সি বা অন্য কোন পছন্দের গ্যালাক্সি বা মহাযাগতিক প্রেক্ষাপটে নিয়ে জাওয়া যাবে। আর iOS আর অ্যান্ড্রয়েড দুই ফোনেই এই অ্যাপ ব্যাবহার করা যাবে বলে জানা গেছে।

আর শুধু এই নয় এর সঙ্গে আরও একটি অ্যাপ নিয়ে এসেছে নাসা। এর নাম  ‘ভিআর’। গ্রহের কক্ষপথের আবর্তন এতে ভাল করে দেখা যাবে।

ইমেজ সোর্সঃ

Connect On :