খুব তাড়াতাড়ি ইন্সটাগ্রামে একটি নতুন আপডেট আসবে, এর পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন থার্ড পার্টি অ্যাপের সার্ভিস আপনারা নিতে চান কিনা। আর এমন অনেক ব্যাক্তিগত ডাটা থাকে যা ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়।
অনেক সময়ে থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দেন আর যা ডেটিবং অ্যাপ হয় বা প্রিন্টিং পরিষেবা, ইম্পোর্ট ফটোজ ফ্রম ইন্সটাগ্রাম বা কন্ট্যাক্ট/লিঙ্ক টু ইন্সটাগ্রাম থেকে থার্ড পার্টি অ্যাপকে নিজের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেন।
খুব তাড়াতাড়ি ইন্সটাগ্রাম তাদের এই নতুন ফিচার দেবে যা থেকে আপনারা জানতে পারবেন যে কোন ওয়েবসাইটে অ্যাপের কাছে আপনারা অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে আর কোনটির থাকবে না।
এই আপডেটের পরে থার্ড পার্টি অ্যাপে আপনারা প্রোফাইলের অ্যাক্সেস চাইবে যা আপনারা কাছে অথেন্টিকেশান স্ক্রিন পপ আপ করবে আর আপনি বাছতে পারবেন যে এটি অথারিটি দেওয়া হবে কি হবে না।
ইন্সটাগ্রামে এই ফিচার আগামী ছয় মাসের মধ্যে আসবে তবে একটি আপডেট হিসাবে একটু বেশি সময় সাধারনত তা তাড়াতাড়ি চলে আসে।
কোম্পানি সম্প্রতি এই ডার্ক মোড ফিচার রোল আউট করেছে। আর আপনাদ্র জানিয়ে রাখি যে কিছু দিনের জন্য এই ফিচার প্রথমে বিটাতে এসেছিল তবে এখন আর নেই। আর এই ফিচার এবার গ্রাহকদের জন্য রোল আউট করা শুরু হয়েছে।