প্রতারকদের এখন নতুন হাতিয়ার হয়েছে Netflix। এই মাধ্যমকে কাজে লাগিয়েই সাধারণ মানুষকে ঠকানোর উপায় খুঁজেছে প্রতারকরা। চেক পয়েন্ট রিসার্চের এই রিপোর্টে জানানো হয়েছে যে প্রতারকরা Netflix ব্যবহারকারীদের ফাঁদে ফেলে তাঁদের ব্যাংকিং তথ্য হাতিয়ে নিচ্ছে ভুয়ো ইমেইলের মাধ্যমে।
ফিশিং লিংক নতুন কোনও বিষয় নয়। Microsoft থেকে Google, LinkedIn, Walmart সকলেই এই অ্যাটাকের ভিকটিম থেকেছেন।
2023 -এর প্রথম কোয়ার্টার নেই Netflix -এর নাম করে সাধারণ মানুষদের কাছে ভুয়ো ইমেইল পাঠান হচ্ছে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে বহু মানুষ এই মেইল পেয়েছেন যেখানে বলা হয়েছে তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। অনেকেই ভয় পেয়ে ভেবেছেন এই মেইল বোধহয় সত্যি এই স্ট্রিমিং সাইট পাঠিয়েছে।
এই মেইলের সাবজেক্টে লেখা হয়েছে যে গ্রাহকদের অ্যাকাউন্টে নাকি আপডেট প্রয়োজন, এখন তাই অ্যাকাউন্ট হোল্ডে আছে। আর সেই ভিতরে বলা হয়েছে যে পরবর্তী বিলিং সাইকেলের পেমেন্ট হয়নি বলেই তাঁদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে।
এই মেইলের সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে একটি লিংক যার সাহায্যে সাবস্ক্রিপশন রিনিউ করা যাবে। আর বলাই বাহুল্য একবার সেই লিংকে ক্লিক করার অর্থ হল প্রতারকদের খপ্পরে পড়া। আর এটার সাহায্যেই তাঁরা আপনার ব্যাংকিং হাতিয়ে নিচ্ছে।
Netflix- এর নাম করে যে মেইল পাঠানো হচ্ছে সেটা মূলত support@bryanadamstribute.dk -এর থেকে। রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। আপনিও যদি এমন কোনও মেইল পেয়ে থাকেন তাহলে স্রেফ ইগনোর করুন।
কোনও নামী ব্র্যান্ডের নাম করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মতো একটা প্রায় এক ডোমেইন নেম বা URL এবং একটি ওয়েব পেজ ডিজাইন করে এই প্রতারকরা। এবার টার্গেট করা হয়েছে যাঁদের তাঁদের কাছে এই ভুয়ো ওয়েবসাইটের লিংক পাঠিয়ে দেওয়া হয় ইমেইল বা মেসেজের মাধ্যমে। আর একবার এখানে ক্লিক করে ফেলার অর্থ হচ্ছে ভুয়ো অ্যাপে আপনাকে নিয়ে যাবে সেই লিংক।
আপনি যদি একবার সেখানে ভুল করে নিজের তথ্য দিয়ে দেন তাহলে তাঁদের কাজ হাসিল। আপনার ব্যক্তিগত তথ্য থেকে ব্যাংকিং ডিটেল সব হাতিয়ে নিয়ে আপনাকে তাঁরা বিপদে ফেলতে পারে।
কোনও মেইল পেলে চোখ বন্ধ করে বিশ্বাস করছেন না। বিশেষ করে যখন কোনও ব্র্যান্ডের নাম করে বলা হচ্ছে আপনার পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বা কিছু।
কোনও প্ল্যাটফর্মের মাধ্যমে কোনও মেসেজ বা ইমেইল পেলে সেটায় চোখ বুজে বিশ্বাস করবেন না।
অজানা কোনও লিংকে ভুলেও ক্লিক করবেন না।
অফিসিয়াল ওয়েবসাইট বা সোর্সকে বিশ্বাস করুন কোনও মেসেজ বা মেইলকে নয়।