Twitter -কে নিয়ে বড় ঘোষণা করলেন তার অধিকর্তা Elon Musk। মঙ্গলবার এই ধনকুবের জানালেন এই মাইক্রো ব্লগিং সাইটে শীঘ্রই যোগ করা হবে কলিং ফিচার এবং এনক্রিপ্টেড মেসেজ পাঠানোর সুবিধা।
গত বছরই Musk Twitter 2.0 The Everything App -এর জন্য একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছিলেন। সেখানেই তিনি তখন প্রথমবার জানিয়েছিলেন যে এই অ্যাপে এনক্রিপ্টেড মেসেজ, বড় টুইট, পেমেন্ট, ইত্যাদির সুবিধা যোগ করবেন।
মঙ্গলবার, 9 মে Elon Musk একটি টুইট করে বলেন, এই প্ল্যাটফর্মে থাকা অন্য কাউকে আপনি আপনার প্রোফাইল থেকে ভয়েস বা ভিডিও কল করতে পারবেন। এতে আপনি আপনার ফোন নম্বর না দিয়েই পৃথিবীর যে কোনও প্রান্তে থাকা যে কোনও মানুষের সঙ্গে কথা বলতে পারবেন।
Twitter -এ একবার এই কলিং ফিচার যোগ হয়ে গেলে এটা Meta -এর অ্যাপগুলোর মতো এক লাইনে চলে আসবে। অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রামে যেমন কল করার মেসেজ পাঠানোর সুবিধা আছে তেমন।
তিনি আরও জানিয়েছেন তাঁর টুইটে যে এই অ্যাপে জলদি এনক্রিপ্টেড ডিরেক্ট মেসেজ পাঠানোর সুবিধাও যোগ হবে। আর এই ফিচার বুধবার থেকেই অর্থাৎ 10 মে থেকেই যোগ হবে। তবে কলের ক্ষেত্রে এনক্রিপশনের সুবিধা পাওয়া যাবে কিনা সেটা জানা যায়নি।
Twitter -এর তরফে ক্লিনিং অপারেশন চালু করা হল। এই মাইক্রো ব্লগিং সাইটে যে প্রোফাইলগুলো দীর্ঘদিন ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে এবার এলন মাস্কের এই কোম্পানি সেগুলোকে সরিয়ে দিতে চলেছে। Twitter -এর তরফে জানানো হয়েছে তাঁরা এই পদ্ধতিতে ইউজার নেম ফ্রি করে দেবেন, একই সঙ্গে অ্যাকিউরেসি বজায় রাখবেন।
এছাড়া জানানো হয়েছে টুইটারের তরফে এই ডিলিট হয়ে যাওয়া অ্যাকাউন্টে যা যা টুইট, বা ডেটা রয়েছে সেগুলোকে আর্কাইভ করা হবে। এতে সহজেই এই তথ্যের নাগাল পাবেন হিস্টোরিয়ান এবং গবেষকরা।
যদিও দুম করে এই অ্যাকাউন্টগুলো ডিলিট করা হবে না। ডিলিট করার আগে সেই অ্যাকাউন্টের মালিকদের জানানো হবে। এবং একটা সুযোগ দেওয়া হবে তাঁদের অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করার।