জীবনকে সহজ করে তুলতে চান নিমেষে কাজ করে? ফোন রাখুন এই Government Apps

Updated on 24-Feb-2023
HIGHLIGHTS

ভারত ক্রমে ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে

2023-24 সালের বাজেট পেশ করতে গিয়ে সেই কথা আরও একবার মনে করিয়ে দিলেন অর্থমন্ত্রী

আপনিও চাইলে জীবনকে সহজ করার জন্য এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুদিন আগে তাঁর ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নের কথা বলেছেন। ধীরে ধীরে দেশ সেই পথে এগোচ্ছিল। কিন্তু মহামারী এসে যেন সেটাকে ত্বরান্বিত করে দিল। টাচলেস, দূরত্ব বজায় রাখতে হবে ইত্যাদি ভাবনা মানুষকে যেন অনেক বেশি ডিজিটাল করে তুলল। ইতিমধ্যেই দেশে 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে। শহরে তো বটেই গ্রামের দিকেও এখন UPI transaction চালু হয়েছে। ফলে নরেন্দ্র মোদীর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। এবং তাও দ্রুত গতিতে। আর এই ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে আরও মজবুত করতে, বিভিন্ন সরকারি পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সরকারের তরফে একাধিক অ্যাপ চালু করা হয়েছে। এক অ্যাপগুলোর সাহায্যে আপনি বাড়ি বসেই আপনার নানা সমস্যা বা কাজ মিটিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে আর কোনও সরকারি অফিস, ইত্যাদিতে যেতে হবে না। কিন্তু বিষয় হচ্ছে আমরা অনেকেই হয় এই অ্যাপগুলোর কথা জানি না। অথচ এই অ্যাপগুলো কিন্তু আমার হাতের নাগালেই Google Play Store বা App Store -এ উপলব্ধ আছে। আপনার ফোনে সেই অ্যাপগুলো নেই? আপনি জানেন না এই বিষয়? বেশ এই প্রতিবেদন থেকে দেখে নিন সরকারের সেরা কিছু অ্যাপের সন্ধান। 

Umang India App

এই অ্যাপটি মূলত চাকরিজীবীদের জন্য। এটির ফুল ফর্ম হচ্ছে, Unified Mobile Application For New Age Governance। কী সুবিধা হবে এতে? এখানে আপনি স্বাস্থ্য থেকে শিক্ষা, অর্থ, আবাস, পরিবহণ সহ নানা সরকারি পরিষেবা পেয়ে যাবেন। এমনকি এই অ্যাপের মাধ্যমেই আপনি Aadhaar বা DigiLocker -এর সুবিধাও পেয়ে যাবেন। এই অ্যাপ National E-Governance Division -এর দেখভালে তৈরি হয়েছে। 

DigiLocker

এটিও একটি বিশেষ এবং সুবিধা দেওয়ার মতো অ্যাপ। আপনার ফোনে এই অ্যাপ থাকা মানে আপনাকে আর সঙ্গে করে কোনও অতিরিক্ত ডকুমেন্ট বয়ে বেড়াতে হবে না। এই অ্যাপে আপনি আপনার সব ডকুমেন্টের ডিজিটাল কপি সেভ করে রাখতে পারবেন অনায়াসে যা পরে সুবিধা মতো ব্যবহার করতে পারবেন। আধার, প্যান, ইত্যাদির সঙ্গে এডুকেশনাল ডকুমেন্ট রাখতে পারবেন। 

Next Gen mParivahan App

এখানে আপনি আপনার গাড়ি বা বাইকের সব তথ্য পেয়ে যাবেন যা আপনার নামে রেজিস্টার্ড আছে। এছাড়া এখানে আপনার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন। সঙ্গে থাকবে ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির মতো জরুরি নথির ডিজিটাল কপি। ফলে আপনাকে তখন আলাদা করে ফিজিক্যাল ডকুমেন্ট না ক্যারি করলেও চলবে। 

BHIM

দেশে বেশ কয়েক বছর আগে UPI চালু হয়ে গিয়েছে। ক্যাশলেশ Transaction -এর দিকে এগোচ্ছে ভারত। ভারত সরকারের তরফে 2016 সালে এই UPI বেসড পেমেন্ট অ্যাপ আনা হয়। এটার সাহায্যে আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন। National Payments Corporation Of India এই অ্যাপ বানিয়েছিল। 

mAadhaar

এটা সমস্ত ভারতীয় ফোনে থাকা জরুরি। এই অ্যাপের সাহায্যে নাগরিকরা ডিজিটাল আধার কার্ড ব্যবহার করতে পারবেন। তাই আপনার আইডি প্রুফ কোথাও দেখাতে হলে আপনি এই অ্যাপের মাধ্যমে সেটি করতে পারবেন। Unique Identification Authority of India -এর অ্যাপটি ভীষণই জরুরি।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :