ফেসবুক, হোয়াটসঅ্যাপের পরে এবার স্কাইপও স্ন্যাপচ্যাটের ফিচার পাওয়া যাবে

Updated on 05-Jun-2017
HIGHLIGHTS

বহু সময় পরে এটি স্কাইপের একটি বড় আপডেট

Facebook  আর whatsapp এর পরে Microsoft ও Snapchat এর ফিচারটি নিয়ে এসেছে। Microsoft তাদের ভিডিও কলিং ওয়েবসাইট Skype এর জন্য স্ন্যাপচ্যাটের মতন ফিচার লঞ্চ করেছে।

নতুন আপডেটের মাধ্যমে এবার স্কাইপে অন টপ ক্যামেরার বিকল্প পাওয়া যাবে। এরকম ফিচার ইন্সটাগ্রাম আর স্ন্যাপচ্যাটে আগে থেকেই আছে। বেশ কিছু সময় পরে এটি স্কাইপের একটি বড় আপডেট হবে। এই আপডেট সবথেকে আগে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পাওয়া যাবে।

আরও দেখুনঃ Nokia 6, Nokia 5 and Nokia 3 স্মার্টফোনটি 13 জুন ভারতে লঞ্চ হতে পারে

এর পরে এই আপডেটটি iOS, উইন্ডোজ আর Mac এও পাওয়া যাবে। নতুন আপডেটে স্কাইপে 3 টি ট্যাব দেখা যাবে। এর মধ্যে হাইলাইট, চ্যট আর ক্যাপচার ট্যাব আছে। এর আগে ফেসবুক আর হোয়াটসঅ্যাপও স্ন্যাপচ্যাটের মতন ফিচার কপি করেছিল।

Connect On :