Meta লঞ্চ করল ভেরিফায়েড ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট, কীভাবে কাজ করবে এটা?

Meta লঞ্চ করল ভেরিফায়েড ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট, কীভাবে কাজ করবে এটা?
HIGHLIGHTS

Twitter -এর পর এবার Instagram এবং Facebook -এ এল ভেরিফায়েড অ্যাকাউন্ট

Meta ভেরিফায়েড ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট উপলব্ধ হল আমেরিকায়

এখন এটার সাহায্যে ক্রিয়েটররা নিজেদের একটি কমিউনিটি গড়ে তুলতে পারবেন

Facebook এবং Instagram -এও এবার আসছে ব্লু টিক। আমেরিকা নিবাসী যাঁরা তাঁরা এখন থেকে এই দুই সোশ্যাল মিডিয়ায়, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে টুইটারের মতোই ব্লু টিক কিনতে পারবেন নিজেদের প্রোফাইলের জন্য। এই বিষয়ে ঘোষণা করে একটি পোস্ট দেওয়া হয় Meta -এর তরফে। সেখানে বলা হয় 'আমরা এখন Meta Verified টেস্ট করছি। এটা একটি নতুন সাবস্ক্রিপশন বান্ডল এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন থেকে সুরক্ষা মিলবে। সঙ্গে ভিজিবিলিটি এবং সাপোর্ট বাড়ানোর সাহায্য পাওয়া যাবে।'

এই কোম্পানির তরফে ধীরে ধীরে আমেরিকায় পেইড অপশন রোল আউট করা শুরু করা হবে আরও বেশি সংখ্যক ব্যবহারকারীর জন্য। আগামী কয়েক সপ্তাহে তাঁরা এই সুবিধা পাবেন বলেই জানা গিয়েছে। Meta -এর তরফে প্রথম এই Meta Verified টেস্টিং শুরু করা হয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। এটি ফেব্রুয়ারি মাসে শুরু করা হয়েছিল। Meta Verified -এর সাবস্ক্রিপশন শুরু হচ্ছেন 11.99 ডলার বা ভারতীয় মূল্যে 989 টাকা দিয়ে। এই খরচ ওয়েবের জন্য। অন্যদিকে 14.99 ডলার বা 1,237 টাকার বিনিময়ে মোবাইল ফোনের সাবস্ক্রিপশন মিলবে একমাসের জন্য। সিএনএন বিজনেস রিপোর্টে জানানো হয় এই সাবস্ক্রিপশন নিলে গ্রাহকরা কাস্টমার সাপোর্ট পাবেন। 

কী কী লাগবে এই ভেরিফিকেশনের জন্য? 

1. ফেক অ্যাকাউন্ট নয় যে সেটা প্রমাণ করার জন্য যাঁরা এই ব্লু ব্যাজ নিতে চান তাঁদের একটি সরকারি নথি দিতে হবে যেটার সঙ্গে তাঁদের বান এবং ছবি মিলবে। 

2. 18 বছরের উপর হতে হবে আবেদনকারীর বয়স। 

Meta Verfied

মার্ক জুকারবার্গ ফেব্রুয়ারি মাসে তাঁর ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে লিখেছিলেন এই বিষয়ে। তিনি লেখেন এই ফিচার একদম নতুন যা আমাদের পরিষেবায় গ্রাহকদের বেশি সুরক্ষা এবং অথেন্টিসিটি দেবে। এই সাবস্ক্রিপশন ফিচার এনে মেটা রেডইট, ইউটিউব, ইত্যাদির দলে নাম লেখাল যাদের সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল আছে। Twitter -এও এই ব্লু টিক সাবস্ক্রিপশন এসে গিয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের প্রতিমাসে 11 ডলার খরচ করে এই সাবস্ক্রিপশন নিতে হচ্ছে। Elon Musk টুইটার অধিগ্রহণ করার পরই এই ফিচার নিয়ে আসেন। 

অন্যদিকে Meta -এর এই ফিচার অ্যাড ছাড়াও আয়ের একটি উপায় হয়ে দাঁড়াল। একটা সময় Meta -এর এই বিজ্ঞাপন একাধিক কারণে নানা চাপের মুখে পড়েছিল, যেমন অ্যাপলের ফোনে প্রাইভেসি চেঞ্জ, বাজেট সমস্যা ইত্যাদি। এখন এই সাবস্ক্রিপশন একটা বিকল্প আয়ের মাধ্যম হল তাদের জন্য।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo