Meta নভেম্বর মাসে একটা ব্যাপক বড় সিদ্ধান্ত নিয়েছিল। এই কোম্পানির অধীনস্থ Facebook এবং Instagram থেকে প্রায় 2 কোটির বেশি পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। সংখ্যাটা প্রায় 2 কোটি 29 লাখ, কী তারও বেশি। কিন্তু আচমকা এমন সিদ্ধান্ত কেন নিল Meta? শোনা যাচ্ছে অনেক ব্যবহারকারীরাই এই দুই সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্টের বিরুদ্ধে যৌনতা এবং নগ্নতার অভিযোগ করেছিলেন। সেটার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয় 18 লাখ এবং 12 লাখ পোস্টের বিরুদ্ধে হিংসাত্মক পোস্টের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। আর এই সমস্ত অভিযোগের ভিত্তিতে Facebook থেকে ডিলিট করে দেওয়া হয় 1.49 কোটি পোস্ট। এই পোস্টগুলো ফেসবুকের নিয়ম অনুযায়ী স্প্যাম কনটেন্ট। তাই সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে Instagram এবং Facebook -এর এই পোস্টগুলো নিয়ম মেনে করা হয়নি। নিয়ম ভাঙার কারণেই এগুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে। Facebook নানা সময় নানা কঠিন পদক্ষেপ নিলেও একাধিক ফেসবুক ব্যবহারকারী সেটা মানেননি। তাঁরা বারংবার ফেসবুকের নিয়ম ভেঙেছেন। তাই ফেসবুকের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়। শুধু তাই নয় মোট 555টি ফেক বা ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলেও জানা গিয়েছে। সেই অ্যাকাউন্টগুলোর সম্পর্কে অভিযোগ করা হয়। এছাড়া জানানো হয় 253 টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ মিলেছে।
জানা গিয়েছে Facebook এবং Instagram মিলিয়ে 23 মিলিয়ন বা তার বেশি পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। আর সেই একই কারণে Facebook থেকে মেটা 1.95 কোটি এবং ইনস্টাগ্রাম থেকে 3.39 লাখ পোস্ট ডিলিট করা হয়েছে। শুধু তাই নয়, 37 লাখের বেশি ভারতীয়র WhatsApp অ্যাকাউন্টও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর এই মর্মে নভেম্বর মাসে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে এতগুলো অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। আর এক অ্যাকাউন্টগুলোর মধ্যে 9,90,000টি অ্যাকাউন্টকে ব্লক করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকেই ডিলিট করে দেওয়া হয়েছে।