Twitter-কে টক্কর দেবে Meta, আনছে নয়া অ্যাপ, থাকবে কোন কোন ফিচার?

Updated on 12-Mar-2023
HIGHLIGHTS

Meta -এর নয়া পরিকল্পনা প্রকাশ্যে এল

Twitter -কে টক্কর দিতে চলেছে এই সংস্থা, Meta

আনতে চলেছে Twitter -------এর প্রতিযোগী, P92

Facebook, Instagram, WhatsApp, জনপ্রিয়তার নিরিখে এই অ্যাপগুলো আলাদা মাত্রা তৈরি করে দিয়েছে। দিন দিন এই জনপ্রিয়তা আরও বাড়ছে। অন্যান্য প্ল্যাটফর্মগুলো যেন কিছুতেই এই অ্যাপগুলোর সঙ্গে টেক্কা দিতে পারছে না। তবে অন্যদিকে Twitter কিন্তু একাই রাজত্ব করত, এবার সেটাকে টক্কর দিতে প্রস্তুত হচ্ছে Meta।

Twitter হচ্ছে অন্যতম জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট। বহু তারকা থেকে সংস্থা এখানে নানা তথ্য পোস্ট করে থাকেন। নানা খবর পাওয়া যায় এই সাইট থেকে। অল্প কথায় কোনও আপডেট দেওয়ার থাকলে এটি মাধ্যমকেই বেছে নেন অনেকে। ফলে মাইক্রো ব্লগিং সাইট হিসেবে এটির জনপ্রিয়তা আলাদা রকমের। এবার জানা গেল Meta-ও তেমন কোনও প্ল্যাটফর্ম আনার পরিকল্পনা করছে। এই অ্যাপটিতে Meta -এর তরফে টেক্সটকে বেশি প্রাধান্য দেওয়া হবে। Activity Pub -এর মতো হতে চলেছে Meta -এর এই নতুন অ্যাপটি। এই Activity Pub হল আদতে Twitter -এর প্রতিদ্বন্দ্বী। এখানে যেমন টেক্সট পোস্টের উপর বেশি জোর দেওয়া হয় Meta -এর নয়া অ্যাপের ক্ষেত্রেও তাই হতে চলেছে। Meta -এর তরফে তাদের এই নতুন অ্যাপটির নাম দেওয়া হয়েছে P92। ইতিমধ্যেই এই অ্যাপ নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে এই P92 অ্যাপটি আদতে Instagram -এর অন্তর্ভুক্ত থাকবে। ফলে আপনি আপনার ইনস্টাগ্রামের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়েই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে এখনও এই বিষয়টি নিয়ে অফিসিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু মার্ক জুকারবার্গ নিজে এই বিষয়ে জানিয়েছেন। তাঁর কথা অনুযায়ী এই সংস্থা এমন কিছু একটা প্ল্যাটফর্মের কথা ভাবছে যেখানে লেখার মাধ্যমে সকলে আপডেট দিতে পারবেন। সহজে, অল্প কথায় সকলেই এখানে আপডেট দিতে পারেন যাতে তেমনটাই ভাবা হচ্ছে Meta -এর তরফে। ফলে এখান থেকে আভাস মিলেছে যে এই অ্যাপ আনার মূল উদ্দেশ্য হল টুইটারকে টক্কর দেওয়া।

Elon Musk টুইটার অধিগ্রহণ করার পর এই মাইক্রো ব্লগিং সাইটের গ্রাহক বা ব্যবহারকারীর সংখ্যার কোনও বদল ঘটেনি। বরং অনেক টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে যে একটা আনস্টেবল পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকেই কাজে লাগে ফায়দা নিতে চাইছে Meta। এই বিষয়ে টুইটারের একটু সতর্ক থাকা উচিত বইকি, কারণ এর আগে ইনস্টাগ্রাম রিলস কিন্তু টিকটকের জায়গায় নিয়েছিল। এবার কি তবে টুইটারের পালা?

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :