WhatsApp New Feature: আর কেউ দেখতে পারবে না আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট! এসে গেল দুর্দান্ত ফিচার
Whatsapp আপনার ব্যক্তিগত চ্যাটকে আরও সুরক্ষিত রাখতে একটি নতুন ফিচার আনছে
হোয়াটসঅ্যাপে লক করা চ্যাটগুলি এখন একটি সিক্রেট কোড দিয়ে সুরক্ষিত রাখতে পারবেন
হোয়াটসঅ্যাপে লকড চ্যাটের অপশন পাওয়া যাচ্ছে
WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের ব্যবহার ব্যক্তিগত চ্যাটের জন্য যদি করেন, তবে এই ফিচার আপনার কাজে আসতে পারে। আসলে হোয়াটসঅ্যাপে আপনার ব্যক্তিগত চ্যাটকে আরও সুরক্ষিত রাখতে একটি নতুন ফিচার চালু হতে চলেছে। হোয়াটসঅ্যাপে লক করা চ্যাটগুলি এখন একটি সিক্রেট কোড (Whatsapp Secret Feature) দিয়ে সুরক্ষিত রাখতে পারবেন।
WhatsApp সিক্রেট কোড কী?
বলে দি যে, হোয়াটসঅ্যাপে লকড চ্যাটের অপশন পাওয়া যাচ্ছে। এই চ্যাটগুলি খুলতে, ফোনে দেওয়া পিন ব্যবহার করা হয়। অর্থাৎ পাসওয়ার্ড এবং পিন দিয়ে ইউজারের ফোন আনলক হয়ে গেলে, তার হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত চ্যাটেও সহজেই অ্যাক্সেস করা যাবে।
📝 WhatsApp beta for Android 2.23.24.20: what's new?
— WABetaInfo (@WABetaInfo) November 12, 2023
WhatsApp is rolling out a secret code feature for locked chats, and it’s available to some beta testers!https://t.co/KLN4GpU19z pic.twitter.com/LP6dbmKijM
আরও পড়ুন: Jio-Airtel কে টেক্কা দিতে Voda-Idea Vi 5G হাজির, এই শহরে পাওয়া যাচ্ছে পরিষেবা
কীভাবে WhatsApp নতুন ফিচারটি ব্যবহার করা যাবে?
নতুন ফিচারের ব্যবহার করতে, ইউজারদের অ্যাপের আপডেটেড ভার্সন ইনস্টল করতে হবে।
সিক্রেট কোড কাজ কীভাবে করবে?
সিক্রেট কোড দিয়ে লক চ্যাটের জন্য ফোনের পিন থেকে আলাদা একটি সিক্রেট কোড সুরক্ষিত রাখা যাবে। এই সিক্রেট কোড শুধুমাত্র এই চ্যাট খুলতে ব্যবহার করা যেতে পারে। সিক্রেট কোড সেট করার এই ফচার ইউজাররা চ্যাট লক সেটিংসে দেখতে পারবেন।
ইউজাররা চাইলে এই সেটিংস অফও করে রাখতে পারবেন। এছাড়া, লকড চ্যাটগুলি হোয়াটসঅ্যাপের সাধারণ চ্যাটগুলি থেকে আলাদাভাবে লুকিয়ে রাখা যাবে। চ্যাট ট্যাবের সার্চ বারে গোপন কোড এন্টর করে এই চ্যাটগুলি খোলা যাবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile