অজানা নম্বর থেকে ফোন এলে অনেকেই ফোন ধরেন না। কিংবা আগে Truecaller -এ দেখে নেন কে ফোন করছেন, কোথা থেকে ফোন আসছে। এটা মূলত সেলস কল এড়িয়ে যাওয়ার জন্যই করে থাকেন অনেকে। আজকাল কম বেশি সবার ফোনেই এই Truecaller অ্যাপটি দেখা যায়। ভারতীয়দের মধ্যে এই অ্যাপ ব্যবহার করার প্রবণতাও বেশি দেখা যায়। Truecaller- এ কলারের পরিচয় যাচাই করেই অনেকে ফোন ধরতে পছন্দ করে থাকেন। তবে মনে রাখবেন আপনি যেমন অন্যের পরিচয় দেখেই তবে কল ধরেন, আরও অনেকেই হয়তো সেই একই পদ্ধতি অবলম্বন করেন। তবে এক্ষেত্রে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আপনি চাইলে কিন্তু নিজের নাম এক অ্যাপ থেকে পাকাপাকি ভাবে সরিয়ে ফেলতে পারবেন। কী চমকে গেলেন? জানতে চান কীভাবে Truecaller থেকে নিজের নাম সরিয়ে ফেলবেন? দেখুন উপায়।
এই Truecaller অ্যাপ আপনার ফোনের যে কনট্যাক্ট লিস্ট আছে সেখান থেকে নাম সংগ্রহ করে। ফলে এটা যে একটি অনলাইন ডিরেক্টরি সেটা বলা যায়। তবে আপনি চাইলে ট্রুকলার থেকে নিজের নাম সরিয়ে ফেলতে পারবেন। তখন আপনি কাউকে ফোন করলে আর তাঁর ফোনে আপনার নাম ভেসে উঠবে না ট্রুকলারে। ফলে আপনার উদ্দেশ্য যদি তাঁকে ফোন করে চমকে দেওয়ার থাকে, কিংবা নিজের পরিচয় গোপন রাখার থাকে তাহলে আপনি সহজেই সেটা করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক কোন উপায়ে আপনি ট্রুকলার থেকে নিজের নাম ডিলিট করবেন।
সবার আগে আপনার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করুন।
এবার আপনার ফোন নম্বর দিয়ে সেখানে লগইন করুন।
এবার সেটিংস অপশনে যান।
সেখানে গেলে আপনি একটি প্রাইভেসি সেন্টার বলে অপশন দেখতে পাবেন। সেখানে যান এবার।
এবার এখান থেকে ডিঅ্যাক্টিভেট অপশনটি ক্লিক করে দিন।
সবার আগে আপনাকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। বা ডাউনলোড করা থাকলে সেটা খুলতে হবে।
এবার আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন। সেখানে সেটিংস অপশন দেখতে পাবেন।
এবার চলে যান প্রাইভেসি সেন্টারে। এখানে গেলে আপনি ডিঅ্যাক্টিভেট অপশন দেখতে পেয়ে যাবেন।
আপনি আপনার অ্যাকাউন্ট ডি অ্যাক্টিভেট করে দিলেও আপনার নাম কিন্তু থেকেই যেতে পারে। ফলে সেটা ডেটাবেস থেকে নিজের নাম সরানোর জন্য আপনাকে একটা কাজ করতে হবে। কী? দেখে নিন।
সবার আগে আপনাকে http://www.truecaller.com/unlisting/ ওয়েবসাইটে যেতে হবে।
এবার এখানে আপনার ISD কোড এবং মোবাইল নম্বর দিন।
এবার সেখানে গিয়ে আনলিস্ট অপশন ক্লিক করুন।
এটা করে দিলে আপনি Truecaller থেকে পাকাপাকি ভাবে নিজের নাম সরিয়ে ফেলতে পারবেন। এরপরেও যদি কারও ফোনে আপনার নাম দেখা যায় জানবেন সেটা তাঁর ফোনের ক্যাশের জন্য। যখন সেটা ক্লিয়ার হয়ে যাবে তখন আর দেখাবে না।