এবার SWIGGY তে সংসোধানাগারের কয়েদিদের বানানো বিরিয়ানি পাওয়া যাবে
কেরালার জেলে আছে ফ্রিডম ফুড ফ্যাকটারি
2011 সাল থেকে এটি চালু আছে
মাত্র 127 টাকায় পাওয়া যাবে বিরিয়ানি কম্বো
আপনি চাইলে এবার কেরালা সংসোধানাগারে বন্দির বানানো বিরিয়ানি খেতে পারবেন। হ্যাঁ কেরালা জেলে কয়েদিদের খাবারের কোম্পানি ফ্রিডাম ফুড ফ্যাকটারি ব্যাবসাটি 2011 সাল থেকে চলছে। খবর অনুসারে কেরালা জেল সুইগির সঙ্গে চুক্তি করেছে।
অনলাইন খাবারের জনপ্রিয়তা দেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রিপোর্ট অনুসারে 127 টাকা দামের বিরিয়ানি কম্বো অনলাইন বিক্রি করা হয়েছে।
Viyyur Central Jail য়ের অফিসারে Niramalandan Nair পিটিআই কে বলেছে যে- “আমরা প্রথমবার অনলাইনে খাবার বিক্রি করব। 2011 সাল থেকে রুটি বানানো আর বিক্রি করা শুরু হয়েছে। রিভিউ সেন্ট্রাল জেলের কমার্সিয়াল স্কেলে রুটি বানানো শুরু হয়েছে”।
এর সঙ্গে তিনি এও বলেন যে এই বিষয়টি জেলের DGP Rishiraj Singh ভেবেছিলেন যে এবার অনলাইনে খাবার বিক্রি শুরু করার কথা। আধিকারিক অনুসারে সেখানে বেশ কিছু রকমের বিরিয়ানি, নিরামিষ খাবার, বেকারির জিনিস আগে থেকেই বিক্রি করা হয়।
বিরিয়ানি কম্বো প্যাকে কি কি পাওয়া যাবে?
এই কম্বো প্যাকে 300 গ্রাম বিরিয়ানি, একটি ভুনা চিকেন(লেগ পিস), তিনটি রুটি, একটি কেক, স্যালাড, আচার আর এক লিটার জলের বোতল দেওয়া হবে। আর এর সঙ্গে বিরিয়ানি খাওয়ার জন্য কলার পাতাও এই কম্বো প্যাকের অংশ।