মাত্র কয়েক মাস আগেই Twitter অধিগ্রহণ করেছেন Elon Musk। বসেছিলেন এই মাইক্রো ব্লগিং সাইটের সিইওর পদে। কিন্তু একি! বছর ঘোরার আগেই পদ ছেড়ে দিচ্ছেন এই মার্কিন ধনকুবের।
জানা গিয়েছে অতিরিক্ত চাপের কারণেই নাকি এই সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁর জায়গায় আসছেন একজন মহিলা। সেই মহিলাই এবার বসতে চলেছেন Twitter -এর সিইও পদে। আগামী ৬ সপ্তাহের মধ্যে এই বদল ঘটবে।
গত বছরের অক্টোবর মাসে টুইটারের মালিকানা গ্রহণ করেন Musk। বিপুল অর্থের বিনিময়ে তিনি কিনে নেন এই সংস্থা। আর নতুন ক্ষমতা পাওয়ার পর একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
ছাঁটাই করেন 75% কর্মীকে। উদ্দেশ্য ছিল পুঁজি সাশ্রয় করা। মাস্ক নিজে একটি সাক্ষাৎকারে বলেছেন Twitter -এর কাছে যা পুঁজি ছিল সেটা দিয়ে কেবল মাত্র আর 4 মাস টেনে টুনে চালানো যেত এই সংস্থাকে। সেই কারণেই এই কর্মীকে ছাঁটাই করা হয়।
কর্মী ছাঁটাইয়ের ফলে নাকি 300 কোটি ডলার বাঁচানো গিয়েছে। ফলে তাঁর মতে এখন এই সংস্থা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু এই সাফল্য সহজে আসেনি বলেই দাবি করেন তিনি। জানিয়েছেন এর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন মাস্ক।
এতদিন টানা কাজ আর বিপুল চাপ নেওয়ার পর তিনি হালকা হতে চাইছেন। সেই জন্যই তিনি সিইও পদ থেকে সরে এক নতুন ব্যক্তি আনছেন। এই নতুন সিইওর কথা মাস্ক নিজেই টুইট করে জানিয়েছেন।
তিনি বলেছেন, টুইটারে নতুন সিইও নিয়োগ করা হয়েছে। তিনি আগামী 6 সপ্তাহের মধ্যে দায়িত্ব নেবেন। মাস্ক আরও জানান তিনি সিটিও এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে থাকবেন।
তবে কে হচ্ছেন এই নতুন সিইও? সেটা মাস্ক জানাননি। কিন্তু তাঁর পোস্ট থেকে এটা স্পষ্ট যে তিনি একজন মহিলা। কারণ তাঁর টুইটে 'she' শব্দটি দেখা গিয়েছে।
কানাঘুশষোয় শোনা যাচ্ছে Twitter -এর নতুন সিইও হচ্ছেন লিন্ডা ইয়াসারিনো। IT সেক্টরে তিনি বেশ পরিচিত। এর আগে তিনি 20 বছর ধরে NBC Universal সংস্থায় কাজ করেছেন।