আপনি এভাবে নিজের ফোনে জেন্ডার অ্যাপটি ইন্সটল করতে পারবেন
By
Aparajita Maitra |
Updated on 20-Feb-2018
HIGHLIGHTS
আমরা এই আর্টিকেলে প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করার উপায় বলব
জেন্ডার এমন একটি অ্যা প যার মাধ্যমে ইউজার্সরা খুব তাড়াতাড়ি যে কোন ধরনের ফাইল যেমন ফটো, ডকুমেন্ট, মিউজিক, ভিডিও আর অ্যাপ ট্র্যান্সফার করতে পারবেন। এই অ্যাপটির মাধ্যমে ব্লুটুথের থেকে তাড়াতাড়ি যে কোন ফাইল ট্র্যান্সফার করা সম্ভব। এই অ্যাপটি ব্যবহার করার জন্য ইন্টারনেটের দরকার ও হয়না। এসে গেল আজকের ফ্লিপকার্টের সেরা কিছু স্মার্টফোন
আপনি যদি আগে এই অ্যাপটি ব্যবহার করে না থাকেন তবে আপনি এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমরা এই আর্টিকেলে প্লে স্টোরের মাধ্যমে এই অ্যাপটি ডাউনলোড করার উপায় বলব। তবে আসুন আর্টিকেলটি ভাল করে দেখে নেওয়া যাক।
- নিজের ফোনের প্লে স্টোর অ্যাপটি খুলুন আর এখানে সার্চ বারে জেন্ডার অ্যাপ লিখে সার্চ করুন।
- এখানে দেওয়া ইন্সটল বটনে ট্যাপ করুন।
- এবার আপনারা এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।