এই সময়ে ইন্সতাগ্রামের মেন ফিডে 60সেকেন্ড পর্যন্ত ভিডিও আপলোড করা যেতে পারে, আর সেখানে ইন্সটাগ্রাম স্টোরিজে 15সেকেন্ড পর্যন্ত ভিডিও ক্লিপ আপ্লোড করা যেতে পারে
ফেসবুকের এই অ্যাপটি মানে ইন্সটাগ্রাম খুব তাড়াতাড়ি তাদের প্ল্যাটফর্মে আপলোড করা ভিডিওর সময়ে পরিবর্তন করা হতে পারে। যে ইউজার্সরা এক ঘন্টা পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবে। WSI রিপোর্ট অনুসারে ইন্সটাগ্রামে ইউইরিয়েন্স আরও বেশি ভাল করার জন্য চেষ্টা করছে। আর এই ফিচারে এবার YouTubeয়ের সঙ্গে প্রতিযোগিতা করবে আর এর সঙ্গে ফেসবুকের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মকেও প্রতিযোগিতায় ফেলবে।
এই সময়ে ইন্সটাগ্রামের মেন ফিডে 60 সেকেন্ড পর্যন্ত ভিডিও আপলোড করা জাত আর সেখানে ইন্সটাগ্রাম স্টোরিজে 15 সেকেন্ড পর্যন্ত ভিডিও ক্লিপ আপলোড করা যায়। আর সেখানে বেশি সময়ের ভিডিও এখানে একটু অবাক লাগে আর বেশি সময় ধরে ভিডিও আপলোড হলে এই ফ্ল্যাটফর্মটি ভিডিওর জন্যেও বেশি লাভ জনক হতে পারে।
তবে এখনও এটি প্রাথনিক পর্যায় আছে। ইন্সটাগ্রামে এখন স্মার্টফোনের স্পেসিফিক প্ল্যাটফর্মে ব্যাবহার করা হয় আর এর ক্রিপ ইমোক আর ভিডিও দেখতে ভাল লাগে।
ইন্সটাগ্রামের 800মিলিয়ান ইউজার্সদের মধ্যে 300মিলিয়ান ডেলি অ্যাক্টিভেট ইউজার্সরা এটি ব্যাবহার করে। স্টোরিজ একটি নির্দিষ্ট সময়ের জন্য পোস্টের সঙ্গে আসে এয়ার এক দিনের পরে এক্সপায়ার হয়ে যায়। লঙ্গফর্ম ভিডিও স্টোরিজে ফিট হতে পারে, কারন ইন্সটাগ্রামে বেশি ফিচার-ফিল্ড ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম দেখা গেছে।