Instagram-এর আসছে নতুন ফিচার, এক সঙ্গে ৫০ জনের সাথে করতে পারবেন ভিডিও কলিং

Updated on 25-May-2020
HIGHLIGHTS

Facebook লঞ্চ করে ছিল Messenger Room সর্ভিস

Instagram-এ ও আসছে Messenger Room সর্ভিস

এক সঙ্গে ৫০ জন এর সাথে হবে ভিডিও কল

বেশ কিছু দিন আগে হোয়াট্সঅ্য়াপে (WhatsApp) মেসেন্জার রুম সর্ভিস শুরু হওয়া কথা চলছিল। এবার ফেসবুক (Facebook) তার অধিনস্ত ফোটো শেয়ারিং অ্য়াপ ইনস্টাগ্রাম-এ (Instagram) একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। এই ফিচার-এর মাধ্য়মে ব্য়বহারকারীরা ভিডিও কলিংও করতে পারবে।

বলে দি যে কিছুদিন আগেই ফেসবুক লঞ্চ করে ছিল Messenger Room সর্ভিস। এমনি একটি ফিচার ইনস্টাগ্রামেও নিয়ে এসছে কোম্পানি। এর মাধ্য়মে ইয়ুজার্সরা এক সঙ্গে ৫০ জন এর সাথে ভিডিও কল করতে পারবে।

Facebook আগেই জানিয়েছিল যে এই ফিচারটি হোয়াটসঅ্য়াপ ও ইনস্টাগ্রামেও আনা হবে। এর মধ্য়ে কিছুদিন আগেই WhatsApp-এর এন্ড্রয়েড (Android) বিটা ভার্সনে এই মেসেঞ্জার রুম ফিচারটি আপডেট পাঠিয়েছে কোম্পানি। অনুমান করা হচ্ছে যে শীঘ্রই এই ফিচারটি স্টেবেল ভার্সানেও এসে জেতে পারে।

সম্প্রতি ইনস্টাগ্রাম তার নতুন ফিচার সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিও-তে নতুন ফিচারটি কিভাবে ব্য়বহার করবেন সই সমস্ত নির্দেশিকা দেওয়া হয়েছে।

কি ভাবে করবেন ব্য়বহার

এরজন্য় প্রথমে ব্য়বহারকারী কে ইনস্টাগ্রামের ডায়েরেক্ট মেসেজ (Direct Message) অপশনটি তে যেতে হবে।

ওখানে ভিডিও চ্য়াট (Video Chat) আইকন-এ ক্লিক করতে হবে।

এবার Create a Room অপশনে ক্লিক করুন।

আপনি চাইলে ইনস্টাগ্রামে যুক্ত ফ্রেন্ড দের ইনভাইট ও পাঠাতে পারবেন।

Connect On :